শহরতলীর পশ্চিম লাহারপাড়া থেকে ৮’শ পিস ইয়াবাসহ আমির হোসেন নামের এক যুবককে আটক করেছে র্যাব। শুক্রবার রাতে র্যাব-৭ এর কক্সবাজার ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে তাকে আটক করে। আমির হোসেন নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীর হাফেজ আহমদের পুত্র। উদ্ধারকৃত ইয়াবার মূল্য তিন লক্ষ বিশ হাজার টাকা বলে জানিয়েছেন র্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লে: কমান্ডার বিএন এসএম সাউদ হোসেন। এদিকে আমির হোসেনসহ আরো ৪ জনকে পলাতক দেখিয়ে সদর মডেল থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।