কক্সবাজারে স্মরণকালের সর্ববৃহৎ র্যালি (শোভাযাত্রা) করেছে ছাত্রলীগ। এটি কক্সবাজারের রাজনীতির ইতিহাসে সর্ববৃহৎ এবং বিশাল ছাত্র র্যালি বলে মনে করছেন স্থানীয়রা।
বাংলাদেশ ছাত্রলীগের গৌরবের ৬৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ৫ জানুয়ারী মঙ্গলবার বিকেলে শহরের জেলে পার্ক ময়দান থেকে জেলা ছাত্রলীগের সভাপতি ইশতিয়াক আহমদ জয় ও সাধারণ সম্পাদক ইমরুল হাসান রাশেদের নেতৃত্বে র্যালিটি বের করা হয়।
র্যালিতে উপস্থিত ছিলেন-সাইমুম সরওয়ার কমল এমপি, আশেক উল্লাহ রফিক এমপি, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট আহমদ হোসেন, সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আহমদ সিআইপি, কৃষকলীগের কেন্দ্রীয় নেতা রেজাউল করিম। র্যালিতে অংশ নিতে দুপুর থেকে জেলার বিভিন্ন উপজেলা ও পৌর শহর থেকে ছাত্রলীগের হাজার হাজার নেতাকর্মী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তরুন প্রজন্মের অহংকার সজীব ওয়াজেদ জয়ের প্রতিকৃতি, বাংলাদেশ ও ছাত্রলীগের দলীয় পতাকা হাতে বাদ্যযন্ত্রসহকারে সমবেত হতে থাকে জেলে পার্ক মাঠে।