শহরে মোঃ আলম বাপ্পি (২০) নামের এক চিহ্নিত ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। গতকার শুক্রবার ভোররাত ৬ টার দিকে শহরের ঝাউতলা থেকে তাকে আটক করা হয়। সে ওই এলাকার আব্দুর রহিমের পুত্র।
কক্সবাজার সদর মডেল থানার অপারেশন অফিসার আব্দুর রহিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহর ফাঁড়ির টিএসআই জাহাঙ্গীর অভিযান চালিয়ে ছিনতাইকারী বাপ্পিকে আটক করে। তার বিরুদ্ধে ছিনতাইয়ের একাধিক মামলা ও অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।