শহরে পুলিশ অভিযান চালিয়ে এক ছিনতাইকারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সকাল ১১ টায় শহরের ঝাউতলা গাড়ীর মাঠ এলাকায় এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তার আব্দুল হামিদ (৩২) শহরের মধ্যম বাহারছড়া এলাকার মোহাম্মদ আলীর ছেলে।
কক্সবাজার সদর থানার এসআই মো. আব্দুর রহিম বলেন, গ্রেপ্তার আব্দুল হামিদের বিরুদ্ধে ছিনতাই ঘটনায় জড়িত থাকার অভিযোগে কক্সবাজার সদর থানায় ২ টি মামলা রয়েছে। এসব মামলায় সে পলাতক ছিল। বুধবার সকালে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান এসআই আব্দুর রহিম।