শহরের পেশকারপাড়ায় দশম শ্রেনীর এক ছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার রাত সাড়ে ১২টার দিকে পুলিশ পেশকার পাড়ার ছাত্রীর বাড়ী থেকে ঝোলানো অবস্থায় ওই কিশোরীর লাশ উদ্ধার করে। ওই কিশোরী সুমাইয়া বিনতে আনোয়ার পেশকার পাড়ার মোহাম্মদ আনোয়ারের কন্যা এবং আমেনা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্রী বলে জানা গেছে।
সুমাইয়ার পিতা আনোয়ার অভিযোগ করে জানান, পেশকারপাড়ার সাহেদুল ইসলাম জ্যাকি নামের এক বখাটে ছেলে তার মেয়েকে প্রায় সময় স্কুলে আসা-যাওয়ার পথে উত্যক্ত করতো। ছেলেটি তার মেয়েকে অপহরণও করেছিল। এসব বিষয়ে বেশ কয়েকবার স্থানীয়ভাবে বিচার-শালিস হয়। শালিসে ছেলেটি আর উত্যক্ত করবেনা বলে কথা দেয়। কিন্তু এর পরও মেয়েটির বাবা-মা বাসায় না থাকার সুযোগে প্রায় সময় তাদের বাসায় গিয়ে মেয়েটিকে উত্যক্ত করতো। সর্বশেষ গত সোমবার বিকালে তার বাবা ও মা উভয়ে বাসার বাইরে গেলে একা থাকেন সুমাইয়া। কিন্তু রাতে মোবাইল ফোনে খবর পান বাসায় তার মেয়ে মারা গেছেন।
আনোয়ার জানান, তারা বাসা থেকে বাইরে যাওয়ার পর জ্যাকি নামের ওই বখাটে ছেলে তার বাসায় গিয়েছিল বলে তিনি জানতে পেরেছেন। নিশ্চয় সেখানে তার মেয়েকে মারার পেছনে ওই জ্যাকির হাত রয়েছে বলে তিনি জানান। এ প্রসঙ্গে জানতে চাইলে কক্সবাজার সদর মডেল থানার অপারেশন অফিসার আব্দুর রহিম বলেন, ‘পুলিশ ঝোলানো অবস্থা থেকে লাশ উদ্ধার করেছে। যদিওবা মেয়ের বাবা এক বখাটে ছেলে বিরুদ্ধে অভিযোগ করেছেন। আমরা ঘটনার তদন্ত এবং লাশের ময়নাতদন্তের পর ব্যবস্থা নেব।’