কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাঁহ ময়দানের সামনে থেকে ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাতকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে তিনটি লম্বা ছুরি ও দুইটি মুখোশ উদ্ধার করা হয়।
বুধবার ভোরে এ অভিযান চালানো হয়।
আটকরা হলেন, কক্সবাজার শহরের সমিতি পাড়ার মৃত মাহবুবের ছেলে মোহাম্মদ তারেক (২০), মোজাহের পাড়ার মৃত আব্দুর শুক্কুরের ছেলে রুবেল (১৮) ও সদর উপজেলার কলেজ গেইটের জানার ঘোনার মৃত সোহেল রানা প্রকাশ ইলিয়াছের ছেলে সাগর হোসেন প্রকাশ সাজু (৩৩)।
কক্সবাজার সদর থানার ওসি (তদন্ত) বখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।