শহরে এক নবজাতকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার দিকে কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ ময়দান থেকে এ মৃতদেহ উদ্ধার করা হয়।
কক্সবাজার সদর মডেল থানার উপ-পরিদর্শক মোঃ শাহাজান জানান, স্থানীয় পথচারীরা মৃতদেহটি দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ এসে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের উত্তরপাশের্^র পড়ে থাকা অবস্থা থেকে মৃতদেহটি উদ্ধার করে। এরপর পুলিশ মৃতদেহটি আনজুমান ট্রাষ্টকে দিয়ে দেয়া হয়। গভীর রাতের দিকে কেউ ফেলে গেছে বলে ধারণা তার।