শহরের মাছ বাজারস্থ পূর্ব রাখাইন পাড়ায় পৃথক অভিযান চালিয়ে ১৫ বোতল ফেন্সিডিল ৩৬২ পিস ইয়াবাসহ ৩ জনকে আটক করেছে র্যাব।
র্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লে: কমান্ডার এসএম সাউদ হোসেন মঙ্গলবার সন্ধ্যায় গণমাধ্যমকে জানান, সোমবার রাত ১২.১৫ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে শহরের মাছ বাজারস্থ পূর্ব রাখাইন পাড়ায় র্যাব সদস্যরা অভিযান চালিয়ে ১৫ বোতল ফেন্সিডিলসহ এক মহিলাকে আটক করে।
আটককৃত মহিলার নাম ওয়মা রাখাইন (৫০)। সে উক্ত এলাকার বকা রাখাইনের স্ত্রী। এসময় তার কাছ থেকে মাদক বিক্রির নগদ ৫০ হাজার টাকা জব্দ করা হয়।
একইদিন একই স্থানে পৃথক অভিযান চালিয়ে ৩৬২ ইয়াবাসহ ২ জনকে আটক করা হয়।
আটককৃতরা হলো-শহরের পুরান পান বাজারস্থ নুর পাড়ার মৃত আব্দুল খালেক মাষ্টারের পুত্র জাকিরুল ইসলাম প্রকাশ বাবু (৩৩) ও মাছ বাজার রাখাইন পাড়ার মৃত অংমং রাখাইনের পুত্র ছেন অং রাখাইন (২৭)। আটককৃতদের বিরুদ্ধ সদর মডেল থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।