শহরের হোটেল-মোটেল জোনের লাইট হাউস এলাকা থেকে ২৪ বোতল মদ ও ১২ বোতল বিয়ারসহ মোঃ হোছন (৩৫) নামে এক মাদক ব্যবসায়ী আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত ১১ টার দিকে মডেল থানার অপারেশন অফিসার এস আই আব্দুর রহিম ও এস আই আজাদ গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন।
ধৃত মাদক ব্যবসায়ী স্থানীয় আব্দুর রশিদের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে আটক ব্যক্তিকে আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।