শহরে নুরুল করিম আকিব (১৯) নামে এক যুবককে মারধর করেছে দূর্বৃত্তরা। এসময় ইউনিক পরিবহনের কাউন্টারে ভাংচুর চালায় দূর্বৃত্তরা। পরে ফাঁকা গুলি বর্ষণ করে তারা। আহত আকিব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং শহরের নতুন বাহারছড়া এলাকার ফরিদুল আলমের পুত্র। এ ঘটনায় সন্ধ্যায় শহরের ডায়াবেটিক হাসপাতাল পয়েন্ট থেকে পুলিশ ৩জনকে আটক করেছে বলে জানা গেছে। ২৯ জানুয়ারি রাত সাড়ে ৮ টার দিকে শহরের চম্পাতলীস্থ গ্রীন ভ্যালী বিজনেস সেন্টারের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আকিব তার বন্ধুদের সাথে চম্পাতলী এলাকায় আড্ডা দিচ্ছিল। এসময় উত্তর বাহারছড়া এলাকার কয়েকজন ছেলে অর্তকিত অবস্থায় এসে তাকে মারধর করে। ওই সময় প্রত্যক্ষদর্শীরা তাৎক্ষনিকভাবে তাদের কাছ থেকে আকিবকে উদ্ধার করে। পরে ওই ছেলে গুলো ঘটনাস্থল ত্যাগ করে। ঘটনার ২০ মিনিট ব্যবধানে অস্ত্র ও ধারালো কিরিচ নিয়ে বাহারছড়া এলাকার ওই ছেলে গুলো চম্পাতলীতে আকিবের আবারো হামলা চালাতে আসে। তাদের উপস্থিতি টের পেয়ে আকিব পালিয়ে গেলে দূর্বৃত্তরা তাকে না পেয়ে ইউনিক পরিবহনের কাউন্টার ভাংচুর করে। এক পর্যায়ে মোবারক নামে এক যুবক ১ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়।
নাম প্রকাশ না করার শর্তে একজন প্রত্যক্ষদর্শী জানান, উত্তর বাহারছড়া এলাকার হৃদয়ের নেতৃত্বে মোবারক, স্টেডিয়াম পাড়া এলাকার শাফায়েত, তারেকসহ বেশ কয়েকজন দূর্বৃত্ত আকিবের উপর এ হামলা চালিয়েছে।
এভাবে শহরের ব্যস্ততম এলাকায় প্রকাশ্যে গুলি বর্ষণ করলেও কাউকেই আটক করতে পারেনি পুলিশ। তবে ঘটনার খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থল পরিদর্শন করেছে সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বখতিয়ার উদ্দিন চৌধুরী ও অপারেশন অফিসার এসআই আব্দু রহিম।
অপারেশন অফিসার আব্দু রহিম জানান, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে তাৎক্ষনিক ডিউটি পুলিশ পাঠানো হয়। বিষয়টি বর্তমানে খতিয়ে দেখা হচ্ছে। শনাক্তের পর হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরো বলেন, প্রাথমিকভাবে জানা গেছে প্রেম সংক্রান্ত বিষয় নিয়ে এই ঘটনা।
তবে একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, কক্সবাজার কেজি এন্ড মডেল হাইস্কুলের চলমান বিজ্ঞান মেলায় শুক্রবার দুপুরে মোবাইলে মেলায় অংশগ্রহণকারী এক মেয়ের ছবি তুলে আকিব নামের ওই যুবক। পরে ওই ছবি তোলাকে কেন্দ্র করেই এ ঘটনা ঘটিয়েছে উত্তর বাহারছড়া এলাকার ছেলে গুলো।