কক্সবাজার শহরের বিভিন্ন হোটেলে নিম্নমানের খাবার উচ্চদামে পরিবেশন করছেন। তাহা মূলত হোটেল-রেস্তোঁরা সমিতির মূল উদ্দেশ্য শীতের মৌসুমে আসা পর্যটকরা নিম্নমানের খাবার খেয়ে বিভিন্ন রোগে ভুগছে। কক্সবাজার পৌরসভা ও স্বাস্থ্য বিভাগ সদর এর উদ্যোগে ভেজাল বিরোধী অভিযান গতকাল ২২ ফেব্রুয়ারি শহরের বিভিন্ন হোটেল রেস্টুরেন্টে অভিযান পরিচালিত হয়। শহরের লাদীঘির পাড়ে আল-রাজ্জাক ভাতঘর, বিরাম হোটেল, নিউ রাজধানী হোটেল, বিছমিল্লাহ হোটেল, পাল্স হোটেল, জামান হোটেল, হোটেল রেড চিলি, পউষী, ঝাউবন রেস্তোঁরা, স্পাইস, মোস্তাক এন্ড সন্স এজেন্ট, নাহিয়ান ফুডস্ এবং রেস্টুরেন্টে অভিযান চালিয়ে পঁচা, বাসি খাবার নষ্ট করা হয় এবং পউষী হোটেল এর আরসি (জঈ) কোলা মেয়াদ উত্তীর্ণ মালামাল ধ্বংস করা হয়। রেড চিলি হোটেল থেকে পঁচা-বাসি খাবার সমূহ নষ্ট সহ শহরের থান রোড এর পিছনে মোস্তাক এন্ড সন্স এজেন্ট থেকে প্রচুর পরিমাণ পানীয় কোকাকোলা ধ্বংস করা হয়। স্পাইস থেকে প্রচুর পরিমাণের পোড়া তৈল নালায় ফেলে দেওয়া হয়। এইসব হোটেল এবং রেস্টুরেন্টের পরিবেশ অত্যন্ত নোংরা ও অপরিস্কার, অপরিচ্ছন্ন বিধায় ও পৌরসভার নির্দিষ্টনালায় যত্রতত্র ও পানির বোতল ফেলায় তাদের বিরুদ্ধে নিরাপদ খাদ্য আইন ২০১৩ এবং পৌরসভা আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় মামলা হবে বলে জানানো হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা স্যানিটারী ইন্সপেক্টর তরুণ বড়–য়া, উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর মোঃ নুরুল আলম, এস.আই.টি মায়মুন আল রশিদ, পৌরসভার স্বাস্থ্য সহকারী মোঃ আবদুর রহিম, রনি ও আমিনুল্লাহ খাঁন প্রমুখ।