শহরতলীর কলাতলীতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে এক পর্যটক মহিলা গুরুতর আহত হয়েছেন। আহত ওই মহিলাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার রাত সাড়ে ১০ টার দিকে আণবিক শক্তি কমিশনের সামনে এ ঘটনা ঘটে।
কলাতলীর ডি-ওশানিয়া হোটেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুস সবুর জানান- আহত মহিলা তার হোটেলের অতিথি। রবিবার রাতে ওই মহিলা তার পরিবারের চার সদস্যকে নিয়ে টমটমযোগে কলাতলীর দিকে আসছিলেন। পথিমধ্যে আনবিক শক্তি কমিশনের সামনে মোটর সাইকেল আরোহী দুই ছিনতাইকারী যুবক আণবিক শক্তি কমিশনের সামনে পর্যটকদের গতিরোধ করে সর্বস্ব ছিনিয়ে নেয়। এসময় ছিনতাইকারীদের বাধা দিতে গেলে তাদের ছুরিকাঘাতে ওই মহিলা গুরুতর আহত হন। এ ঘটনায় টমটম চালকও জড়িত বলে ধারণা করছেন ভূক্তভোগীরা।
ভূক্তভোগীদের বরাত দিয়ে আবদুস সবুর আরো জানান- ঘটনাস্থলের কাছাকাছি আসলে টমটম চালক আস্তে আস্তে গাড়ী চালাচ্ছিল এবং ঘটনার পর আহতদেরকে হাসপাতালে পৌঁছে দিয়ে সে দ্রুত চম্পট দেয়।
স্থানীয় সূত্রে জানা যায়, আণবিক শক্তি কমিশন সংলগ্ন ৫১ একর পাহাড়ে সম্প্রতি বেশ কয়েকটি বার্মাইয়া সন্ত্রাসী গ্রুপকে জায়গা দিয়েছে জেলা প্রশাসনের কর্মচারীরা। তাদের সাথে রয়েছে আনসার বাহিনীর কয়েকজন সদস্যও। এরাই রাতের বেলায় শহরজুড়ে ছিনতাই কর্ম করে বলে জানান স্থানীয় এলাকাবাসী।