কক্সবাজার সদর থানা পুলিশ অভিযান চালিয়ে বাস টার্মিনাল এলাকা থেকে শীর্ষ সন্ত্রাসী বাহিনীর প্রধান ফেরদৌস আহমদ প্রকাশ বকুল (৩২) কে আটক করেছে।
সে ঝিলংজা এলাকার মৃত মোঃ ইদ্রিসের পুত্র। বৃহস্পতিবার দুপুর ১২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার এসআই মোঃ ফারুক ও এসআই রাজিব নাথের নেতৃত্বে বাস টার্মিনাল এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে আটক করে।
কক্সবাজার সদর থানার অপারেশন অফিসার আব্দুর রহিম জানান, তার বিরুদ্ধে বিস্ফোরক, চাঁদাবাজি, মারামারিসহ ৩টি মামলার ওয়ারেন্ট রয়েছে। আরো মামলা আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।