শহরের বাজারঘাটা থেকে যৌতুক মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত মোঃ ফারুক (২৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ফারুক শহরের পেশকার পাড়ার আব্দু শুক্কুরের পুত্র। ১১ ফেব্রুয়ারী সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর মডেল থানার উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ, সহকারী উপ-পরিদর্শক কুতুব উদ্দিন ও সহকারী উপ-পরিদর্শক মোঃ তারেকের নেতৃত্বে তাকে আটক করা হয়। সদর মডেল থানার অপারেশন অফিসার মোঃ আবদুর রহিম জানান-সাজাপ্রাপ্ত হওয়ার পর থেকে পলাতক ছিল ফারুক।