কক্সবাজার শহরে মামলার সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার বেলা ১২ টার দিকে শহরের বাহারছড়া এলাকায় এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তাররা হলেন, শহরের বাহাছড়া এলাকার মৃত আব্দুল লতিফ খলিবার ছেলে মো. আহামুদুর রহমান (৫০) ও মৃত আব্দুর রশিদের ছেলে আব্দুল আজিজ (৪০)।
কক্সবাজার সদর থানার এসআই মো. আব্দুর রহিম বলেন, গ্রেপ্তার দু’জনেই কক্সবাজার সদর থানার জিআর ১৩/৯০ মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী। তারা দীর্ঘদিন ধরে পলাতক ছিল। বুধবার সকালে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান এসআই আব্দুর রহিম।