আলিয়া ভাট, সিদ্ধার্থ মালহোত্রা ও বরুণ ধাওয়ান -একই সিনেমায় নতুন তিন মুখ পেয়ে যায় বলিউড। এবার ‘স্টুডেন্ট অফ দ্যা ইয়ার-২’ সিনেমার মাধ্যমে আবারও নতুন প্রতিভা খুঁজে পাবে বলিউড।
সম্প্রতি এক টুইটে ‘স্টুডেন্ট অফ দ্যা ইয়ার’ সিনেমার পরিচালক করণ জোহার জানান, আগামী দুইমাসের মাঝে এই সিনেমার ঘোষণা করবেন তিনি।
তার এই টুইটের পর থেকে সিনেমার নতুন অভিনেতাদের নিয়ে জল্পনা-কল্পনা শুরু হয়। তবে এখন শোনা যাচ্ছে শহীদ কাপুরের ছোট ভাই ইশান এবং সাইফ আলি খানের মেয়ে সারা আলি খান এই ছবির মাধ্যমে বলিউডে পা রাখতে যাচ্ছেন। তারা নিজেরা এখন থেকে এই সিনেমার কাজ করার জন্য সকল পূর্ব-প্রস্তুতি শুরু করে দিয়েছেন। তবে এখনও কোন অফিসিয়াল ঘোষণা দেয়া হয়নি।