বিদেশে নালিশকারী শ্রমিক নেতারা দেশ, শিল্প, শ্রমিক, মালিক সবারই ক্ষতি করছে বলে জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, দাবি দাওয়ার জন্যে আন্দোলন দরকার নেই, সরকার এসব বিষয়ে সচেতন। শ্রমিকদের জন্য কাজ করছে সরকার। এখন থেকে নতুন কারখানা হলে, সেখানেই শ্রমিকদের আবাসনের ব্যবস্থার বিষয়ে নির্দেশনা দেয়া আছে। কোনো গার্মেন্টস শ্রমিক দুর্ঘটনায় মারা গেলে পরিবারকে ৫ লাখ টাকা দেয়া হবে বলে জানানো হয় অনুষ্ঠানে।