‘শিশু নির্যাতন প্রতিরোধ করুন, ঘরে ঘরে শিশুদের প্রতি ভালবাসা জাগিয়ে তুলুন’ শ্লোগানে বিশ্ব ভালবাসা দিবস পালন করেছে শিশু ফোরাম ও এনসিটিএফ।
রোববার সকালে কক্সবাজার কেন্দ্রিয় শহীদ মিনারে এক মানববন্ধন কর্মসূচীর মধ্য দিয়ে বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশনের সহযোগীতায় যৌথ উদ্যোগে দিবসটি পালন করে শিশু ফোরাম ও এনসিটিএফ।
আয়োজকরা জানিয়েছেন, কোমলমতি শিশুরা বিভিন্ন পরিবেশ ও পরিস্থিতিতে নির্যাতনের শিকার হয়। অনেকে আবার বেড়ে উঠে অযতœ-অবহেলায়। এব্যাপারে সামাজিক আন্দোলন গড়ে তুলতে সাধারণ মানুষের মাঝে সচেতনতা সৃষ্টিই দিবসটি পালন করা হচ্ছে।
মানববন্ধন কর্মসূচীতে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা পরিষদের প্রশাসক মোস্তাক আহমদ চৌধুরী। তিনি বলেন, জাতির আগামী দিনের কান্ডারী শিশু-কিশোররা। তারা যেন কোনোভাবেই নির্যাতন ও অবহেলার শিকার না হয়। এব্যাপারে সকলকে সজাগ থাকতে হবে।
ওয়ার্ল্ড ভিশন কক্সবাজার আঞ্চলিক কার্যালয়ের ম্যানেজার রোনাল্ড প্রবীর চিসিক এর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সাংবাদিক প্রিয়তোষ পাল মিন্টু, শিশু ফোরামের সভাপতি জয়প্রসাদ পাল।