বাড়ছে শীত আর সঙ্গে ফিরে এসেছে ব্রণের সমস্যা। নিশ্চিন্তে বাইরে বেরোনো যেন সমস্যা হয়ে দাঁড়িয়েছে আপনার। বুঝতেই পারছেন না, যে সমস্যা একান্ত ভাবেই গরমকালের, তা কি করে শীতে আপনাকে ভোগাচ্ছে!সৌন্দর্য বিশেষজ্ঞদের মতে শীতের বাতাসে আর্দ্রতা কমে যায়। ত্বকেরও আর্দ্রতা কমে গিয়ে ত্বক রুক্ষ দেখায়। আর রুক্ষ ত্বক সহজেই ব্যাক্টেরিয়ায় আক্রমণের শিকার হয়। দেখা যায় ব্রণের প্রাদুর্ভাব। কিন্তু মুক্তির উপায়?
• হালকা ক্লিনজার দিয়ে মুখ ধুয়ে নিন। ধোয়ার পর মুখে ময়শ্চারাইজার লাগান। ভুলেও মুখে সাবান বা হার্ড ক্লিনজার ব্যবহার করবেন না।
• হট শাওয়ার বাথ নিন। স্ট্রেস কমে যাবে। উষ্ণ গরম জলে পরিষ্কার করে নিন মুখ।
• হালকা হাতে ম্যাসাজ করুন।
• চাইলে হাইড্রেটিং শিট মাস্ক, কটন শিট মাস্ক ব্যবহার করতে পারেন।
তা হলে আর কি, চিন্তা ঝেড়ে ফেলুন। সামান্য এই নিয়ম মেনেই দূর করে দিন শীতের ব্রণকে। আর এই শীতই হোক আপনার ব্রণে জর্জরিত হওয়ার শেষ বছর।