বাংলাদেশ প্রিমিয়ার লিগের ম্যাচে টিম বিজেএমসির বিপক্ষে শেষ মিনিটের গোলে ড্র করল ব্রাদার্স ইউনিয়ন। শনিবার চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়াম ১-১ গোলে ম্যাচটি ড্র হয়েছে।
উভয় দলই নিজেদের প্রথম দুই ম্যাচে ড্র করল। প্রথম ম্যাচে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করেছিল বিজেএমসি। আর ফেনী সকারের সঙ্গে ড্র করেছিল ব্রাদার্স।
এদিন প্রথমার্ধে অসাধারণ খেলেছিল টিম বিজেএমসি। খেলার ১১ মিনিটে দলটি গোল করার সুযোগ তৈরি করে। মিডফিল্ডার স্যামসন ইলিয়াসু চমৎকার একটি পাস দেন ফরোয়ার্ড মেহেদি হাসান তপুকে। কিন্তু তপুর কিক করা বল গোলরক্ষক উত্তম বড়ুয়ার পায়ে লেগে ফিরে যায়।
তবে ম্যাচের ১৪তম মিনিটে এগিয়ে যায় দলটি। নিজেদের ডিফেন্ডারের ব্যাকপাস থেকে আসা বল থামাতে ব্যর্থ হন ব্রাদার্সের গোলরক্ষক উত্তম। সুযোগ পেয়ে বলটি ফাঁকা জালে জড়িয়ে দেন মোখলেসুর রহমান।
২৯ মিনিটে ব্রাদার্স সমতায় ফেরার সুযোগ তৈরি করে। কিন্তু নাইজেরিয়ান স্ট্রাইকার কিংসলে চিগোজির কিক করা বল গোলপোস্টে লেগে ফিরে যায়।
খেলার ৯০ মিনিটের মধ্য আর কোনো গোল করতে পারেনি ব্রাদার্স। তবে অতিরিক্ত সময়ের তৃতীয় মিনিটে মোহাম্মদ রনির ক্রস থেকে আসা বল হেড করে বিজেএমসির জালে পাঠিয়ে দেন কিংসলে। তাতে ড্র নিয়ে মাঠ ছাড়ে তারা।