কক্সবাজারে ঐতিহ্যবাহী ডিসি সাহেবের বলি খেলার নামে জুয়া খেলা পরিচালনার মানসে একটি মহল তৎপরতা চালিয়েছিল। ডেইলি কক্সবাজার.কমে ধারাবাহিক সংবাদ প্রকাশের পর প্রশাসন উক্ত জুয়া খেলার আসর গুড়িয়ে দিয়েছে।
গত ১৪ এপ্রিল “জেলায় বৈশাখী মেলার নামে সক্রিয় জুয়াড়ি সিন্ডিকেট” শিরোনামে, ১৫ এপ্রিল “কক্সবাজারে দু’দিনের বলি খেলায় পাঁচদিনের জুয়া” শিরোনামে, ১৬ এপ্রিল “কক্সবাজারে বলি খেলা শেষ হলেও শেষ হয়নি জুয়া” শিরোনামে সংবাদ প্রকাশিত হয় ডেইলি কক্সবাজার.কমে।
দুই দিনের বলি খেলায় ৫ দিনের জুয়া খেলা বসিয়েছিল একটি মহল। গত শনিবার শেষ হয়ে যায় বলিখেলা। কিন্তু রয়ে যায় জুয়ার আসর।স্টেডিয়াম পাড়ায় বলি খেলার শেষ হওয়ার পরও জুয়ায় আনন্দ পেয়ে বসে জুয়াড়ী চক্রের।বিষয়টি নিয়ে বিভিন্ন মহলেও আলোচনা সমালোচনা চলছিল।
অবশেষে প্রশাসনের পক্ষ থেকে গুড়িয়ে দেয়া হয় বৃহৎ এই জুয়ার আসরটি।এতে করে সচেতন মহল প্রশাসনকে সাধুবাদ জানায়।এ বলি খেলার আয়োজন করা হলেও জুয়া খেলা পরিচালনার জন্য ৩ লাখ ৬৫ হাজার টাকার নিলাম দেয়া হয়েছিল।