গতকাল ডেইলি কক্সবাজার.কমসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে “কক্সবাজারে সরকারি পাহাড়ে আবাসন প্রকল্প!” শিরোনামে সংবাদ প্রকাশ হয়।
উক্ত সংবাদের জের ধরে শহরতলীর কলাতলী সুগন্ধা পয়েন্টে ইসলামিক ফাউন্ডেশনের ৪০ শতক জায়গা দখল মুক্ত করেছে প্রশাসন। এই জায়গা থেকে প্রায় ২০ টি অবৈধ ঝুঁপড়ি ঘর উচ্ছেদ করা হয়েছে। আর আগে কলাতলী সৈকত পাড়া এলাকায় সরকারি পাহাড় কেটে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগে আরও ১০ টি ঝুঁকিপূর্ণ ঘর উচ্ছেদ করা হয়েছে। উচ্ছেদকৃত ঘরের বাঁশের খুঁটি ও টিন আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়। মঙ্গলবার সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত কক্সবাজার সদর (ভূমি) কমিশনার মাজহারুল ইসলামের নেতৃত্বে এই অভিযান চলে। এতে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম, পরিবেশ অধিদফতর কক্সবাজার কার্যালয়ের সহকারি পরিচালক শরিফুল ইসলাম, ৩৩ আনসার ব্যাটালিয়ানের কমান্ডার মুফিজুর রহমান ও সদর থানার এসআই রাজীব কান্তি নাথ।