সেলিম খান সর্বশেষ এশিয়ান টেলিভিশনের চিফ নিউজ এডিটরের (সিএনই) দায়িত্ব পালন করেছেন। প্রায় দুই মাস আগে সংবাদ প্রতিদিনে যোগদান করেন তিনি।
সংবাদ প্রতিদিনের একাধিক সাংবাদিক নিশ্চিত করেন, ২৫ জুলাই সিনিয়র সাংবাদিক আবেদ খান রাজধানীর বনানীর ৪০ কামাল আতাতুর্ক রোডে ‘সংবাদ প্রতিদিন’ এর কার্যালয়ে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকটিতে পত্রিকাটির মালিক পক্ষ, নীতিনির্ধারক, নিয়োগপ্রাপ্ত সাংবাদিকসহ অন্যরা উপস্থিত ছিলেন।
বৈঠকে আবেদ খান বলেন, ‘সমসাময়িক প্রেক্ষাপটে একটি ভালোমানের জাতীয় দৈনিক উপহার দিতে চাই। বড় একটি স্বপ্ন নিয়েই পত্রিকাটিতে যোগদান করেছি।’ এ ব্যাপারে সংশ্লিষ্ট সবার সহযোগিতাও কামনা করেন তিনি।
দীর্ঘ ৫০-৫৫ বছরের সাংবাদিকতা পেশায় আবেদ খান দৈনিক কালের কণ্ঠের প্রতিষ্ঠাতা সম্পাদক, দৈনিক সমকাল ও দৈনিক যুগান্তর পত্রিকায় সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
সংবাদ প্রতিদিনের যুগ্ম সম্পাদক সেলিম খান আরও বলেন, ‘তিনি আমাদের সাংবাদিকতার গুরু-শিক্ষক। তার মতো একজন অভিজ্ঞ সাংবাদিকের সঙ্গে কাজ করার যে সুযোগ সেটা আমার জন্য অনেক বড় পাওয়া। তার কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে, পাওয়ার আছে। উনার যোগ্য নেতৃত্বে সংবাদ প্রতিদিন পাঠক প্রিয়তা পাবে বলে আমার বিশ্বাস।’
বিএনএস গ্রুপের চেয়ারম্যান এমএনএইচ বুলুর ব্যবস্থাপনায় নতুন পরিসরে সংবাদ প্রতিদিনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হতে যাচ্ছে আগস্ট মাস থেকে। পত্রিকাটিতে নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন আবু জাফর সূর্য। ডেপুটি এডিটর হিসেবে যোগদান করেছেন দৈনিক ইনকিলাবের সাবেক বিশেষ প্রতিনিধি ও প্রধান প্রতিবেদক মুহাম্মদ আলম।
উল্লেখ, সংবাদ প্রতিদিনের বর্তমানে সম্পাদকমণ্ডলীর সভাপতির দায়িত্বে রয়েছেন এম এন এইচ বুলু । সম্পাদক ও প্রকাশক হিসেবে রয়েছেন লাভলী আক্তার খাতুন।
জানা গেছে, দীর্ঘ সাংবাদিক জীবনে আবেদ খান দৈনিক কালের কণ্ঠের প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন। দেশের সংবাদপত্র প্রকাশনার সব রেকর্ড ভেঙে মাত্র তিন মাসের মধ্যে কালের কণ্ঠ প্রচার সংখ্যায় পৌনে তিন লাখে পৌঁছে যায় তার হাত ধরেই। এর আগে দীর্ঘদিন তিনি দৈনিক সমকাল-এর সম্পাদক হিসেবে কাজ করেছেন। সমকালের ক্রান্তিকালে সম্পাদক হিসেবে দায়িত্বভার গ্রহণের পর পত্রিকাটি মাত্র ২০ মাসের ভেতরে আলোচিত ও প্রশংসিত অবস্থানে আনতে সক্ষম হন। দৈনিক যুগান্তর পত্রিকায় তিনি ২০০৫ থেকে এক বছর দায়িত্ব পালন করেন। এর আগে তিনি কাজ করেছেন দৈনিক ‘ভোরের কাগজ’-এ (২০০৩-০৫)।