রোববার আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় হাইকোর্টের রায় স্থগিত চেয়ে আবেদন করা হয়েছে।
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘সংবিধানের মৌলিক বিষয় পরিবর্তন করাটাই বেআইনি। ১৯৭২ সালে প্রণীত সংবিধানে উল্লেখ ছিল, বিচারপতিদের অপসারণের ক্ষমতা থাকবে সংসদের হাতে। কিন্তু সামরিক শাসক এরশাদের আমলে এটি সংশোধন করে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের হাতে দেওয়া হয়। বর্তমান সরকার ষোড়শ সংশোধনের মাধ্যমে সংবিধানে বিচারপতিদের অপসারণের বিষয়টি পুনঃস্থাপন করে। হাইকোর্টের ষোড়শ সংশোধনের বিষয়টি বাতিল করাটা ছিল সংবিধান পরিপন্থী। তাই হাইকোর্টের রায় স্থগিত চেয়ে আমরা আবেদন করেছি। আশা করি, আপিল বিভাগে বিষয়টি ভালোভাবে নিষ্পত্তি হবে।’
এই আবেদনের বিষয়ে সোমবার চেম্বার বিচারপতির আদালতে শুনানি হতে পারে বলে জানা গেছে।
এর আগে গত বৃহস্পতিবার সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল করে হাইকোর্ট রায় দেন।