কক্সবাজার জেলা থেকে প্রকাশিত শিশু-কিশোর প্রকাশনা “সকাল” এর ভাষা দিবস সংখ্যা প্রকাশিত হতে যাচ্ছে। আগ্রহী লেখক-লেখয়ীদের কবিতা, ছড়া, প্রবন্ধ, প্রবন্ধ ইত্যাদি লেখা শীঘ্রই পাঠানোর জন্য অনুরোধ করা হচ্ছে। লেখা পাঠানোর ঠিকানা: সৈকত পেপার এজেন্সি, পাবলিক লাইব্রেরীর সম্মুখে, লালদীঘিরপাড়, প্রধান সড়ক, কক্সবাজার, ফোন করুন: ০১৬২০২০৯১৯৫ এই নাম্বারে অথবা ইমেইল করুন : monirmobarak@gmail.com এই ঠিকানায়।