সদরের ইসলামপুরের বদিউল আলম প্রকাশ বদি ডাকাত অবশেষে গ্রেফতার হয়েছে। শনিবার ৯ জানুয়ারী সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে পুলিশ তাকে আটক করে।
সোর্সের মাধ্যমে পাওয়া সংবাদের ভিত্তিতে ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই আমিরুল ইসলামের নেতৃত্বে পুলিশ দল অভিযান চালিয়ে পলাতক চিহ্নিত ডাকাত বদিকে নিজ বাড়িত থেকে আটক করে।সে ইসলামপুর ইউনিয়নের পূর্ব নাপিতখালী গ্রামের দলিলুর রহমানের ছেলে।
অভিযান পরিচালনাকারী কর্মকর্তা জানান, ধৃত ডাকাতের বিরুদ্ধে অস্ত্র ও ডাকাতিসহ অর্ধ ডজন মামলা রয়েছে। দীর্ঘ দিন ধরে সে আত্মগোপনে ছিল। বাড়িতে গোপনে অবস্থানের সংবাদে পুলিশ এ অভিযান চালায়।তার আটকের সংবাদে লোকজন সস্তি প্রকাশ করছে।