সদরের ইসলামাবাদে শাহ ফকির হাট বাজারে আগুনে পুড়ে রাইসমিলসহ ৭ দোকান ভষ্মিভূত হয়েছে। এতে ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। ৯ মে রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। এলাকাবাসাী এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনতে পারলেও ততক্ষণে দোকান ও রাইস মিলের মালামাল স¤পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয় ব্যবসায়ীরা জানায়, গভীর রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হলে মুহুর্তের মধ্যে লেলিহান চারদিকে ছড়িয়ে পড়লে সাহাব উদ্দীন মার্কেটে অবস্থিত আবদু ছমদের রাইসমিল, নুরুল আমিন, রুহুল আমিনের দোকানঘর ও এনামুল হকের হকের গ্যারেজসহ আরো ৩ ব্যক্তির দোকান পুড়ে ছাই হয়ে যায়। এসময় এনামুল হকের গ্যারেজে ২টি মোটর সাইকেল পুড়ে গেছে বলে জানা গেছে। বর্তমানে ক্ষতিগ্রস্থ দোকান ব্যবসায়ীরা সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে গেছে। খবর পেয়ে ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানা যায়। ফকির হাট বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবদুল্লাহ আল আকাশ আগুনের সূত্রপাত হওয়ার সত্যতা নিশ্চিত করেন।