সদর উপজেলার ৪ ইউনিয়নের প্রার্থীদের মনোনয়পত্র যাচাই-বাছাই গতকাল বৃহস্পতিবার শেষ হয়েছে। এইসব ইউনিয়নে একজন চেয়ারম্যান প্রার্থী ও দুই জন সাধারণ সদস্য প্রার্থীর মনোনয়পত্র প্রাথমিকভাবে বাতিল করা হয়েছে। তারা হলেন, পিএমখালী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মো: আব্দুল্লাহ, ঝিলংজা ইউনিয়নের সাধারণ সদস্য প্রার্থী এম রাশেদুল করিম ও জহির মিয়া। সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা, ঝিলংজা ও পিএমখালী ইউনিয়নের রিটার্ণিং কর্মকর্তা প্রভাত বড়–য়া জানিয়েছেন, তথ্য বিভ্রাটের কারনে পিএমখালীর চেয়ারম্যান প্রার্থী মো: আব্দুল্লাহর প্রার্থীতা, ঋণ খেলাপী থাকায় ঝিলংজা ইউনিয়নের সাধারণ সদস্য প্রার্থী এম রাশেদুল ইসলাম ও তথ্য বিভ্রাটের কারণে জহির মিয়ার প্রার্থীতা প্রাথমিকভাবে বাতিল করা হয়েছে। তারা আপিল করার সুযোগ পাচ্ছেন। সদর উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রমতে, পঞ্চম ধাপে অনুষ্ঠিতব্য সদর উপজেলার ৪ ইউনিয়নে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ২০ জন চেয়ারম্যান প্রার্থী, ১৭৪ জন সাধারণ সদস্য প্রার্থী ও ৪৩ জন সংরক্ষিত নারী সদস্য প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষনা করা হয়েছে। এর মধ্যে পিএমখালীতে চেয়ারম্যান পদে ৬ জন, সাধারণ সদস্য পদে ৩৭ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১১ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষনা করা হয়েছে। ঝিলংজায় চেয়ারম্যান পদে ৫ জন, সাধারণ সদস্য পদে ৫১ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১০ জন, খুরুশকুলে চেয়ারম্যান পদে ৫ জন, সাধারণ সদস্য পদে ৩৮ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১১ জন, ভারুয়াখালীতে চেয়ারম্যান পদে ৪ জন, সাধারণ সদস্য পদে ৪৮ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১১ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষনা করা হয়েছে। পিএমখালীতে চেয়ারম্যান পদে প্রার্থীতা বৈধ ঘোষনা করা হয় স্বতন্ত্র প্রার্থী দেলোয়ার হোছেন জনি, আওয়ামী লীগের প্রার্থী নাজিম উদ্দিন বাবুল, স্বতন্ত্র প্রার্থী যথাক্রমে মোহাম্মদ রহমত উল্লাহ, মো: আব্দুর রহিম, মো: শহিদ উল্লাহ ও বিএনপির প্রার্থী মো: ছৈয়দ নুর এর। ঝিলংজা ইউনিয়নে বৈধ চেয়ারম্যান প্রার্থীরা হলেন, স্বতন্ত্র প্রার্থী ইমাম খালেদ, বিএনপির প্রার্থী গিয়াস উদ্দিন, আওয়ামী লীগের প্রার্থী টিপু সুলতান, স্বতন্ত্র প্রার্থী যথাক্রমে মোস্তাফিজুর রহমান ও মো: শাহজাহান আনছারী। খুরুশকুলে বৈধ ঘোষিত চেয়ারম্যান প্রার্থীরা হলেন, স¦তন্ত্র প্রার্থী যথাক্রমে ছলিম উদ্দিন, মো: আব্দুর রহিম, আওয়ামী লীগের প্রার্থী মো: জসিম উদ্দিন, স্বতন্ত্র প্রার্থী শফিউল হক রানা ও বিএনপি প্রার্থী শাহ আলম সিদ্দিকী। ভারুয়াখালী ইউনিয়ন পরিষদের বৈধ ঘোষিত চেয়ারম্যান প্রার্থীরা হলেন, স্বতন্ত্র প্রার্থী আমিনুল হক, আওয়ামী লীগের প্রার্থী কামাল উদ্দিন, স্বতন্ত্র প্রার্থী মসউদ ইকবাল ও বিএনপি প্রার্থী শফিকুর রহমান সিকদার। ইউপি নির্বাচনের পঞ্চম ধাপে ওই ৯ ইউনিয়নে নির্বাচন হবে আগামী ২৮ মে। মনোনয়পত্র প্রত্যাহারের শেষ সময় ১২ মে। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১৩ মে।