কক্সবাজার সদর উপজেলা চেয়ারম্যান জিএম রহিমুল্লাহকে বরখাস্তের হাইকোর্টের স্থগিতাদেশ বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ফলে উপজেলা চেয়ারম্যান হিসেবে তার দায়িত্ব পালনে আর বাঁধা নেই।
রোববার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ সরকারের করা আবেদন খারিজ করে এই আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আবদুল বাসেত মজুমদার।
তার সঙ্গে ছিলেন আইনজীবী দোয়ানুল করিম। সরকারপক্ষে ছিলেন অতিরিক্ত এটর্নি জেনারেল মুরাদ রেজা।
গত ২৮ ডিসেম্বর স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সৈয়দ মো.নুরুল বাসির স্বাক্ষরিত একপত্রে উপজেলা চেয়ারম্যান জি এম রহিমুল্লাহকে বরখাস্ত করে সরকার।
পত্রে বলা হয়, উপজেলা পরিষদ আইন ১৯৯৮ [উপজেলা পরিষদ (সংশোধন) আইন ২০১১ দ্বারা সংশোধিত] এর ১৩ খ (১) ধারা অনুসারে সদর উপজেলা পরিষদ চেয়াম্যান পদ থেকে জিএম রহিমুল্লাহকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। পরদিন পত্রটি জেলা প্রশাসকের কার্যালয়ে পৌঁছায়। চার্জশিটভুক্ত আসামী হওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয় প্রজ্ঞাপন।
এই প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে জি এম রহিমুল্লাহ হাইকোর্টে রিট আবেদন করলে গত ১১ জানুয়ারি বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি রাজিক আল জলিল সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চ বরখাস্তের আদেশ ৬ মাসের জন্য স্থগিত করেন। একই সঙ্গে বরখাস্তের আদেশ কেন বেআইনী হবে না তা জানতে চেয়ে সরকারের সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেন।
হাইকোর্টের এই স্থগিতাদেশের বিরুদ্ধে সরকার আবেদন করলে গত ১৯ জানুয়ারি আপিল বিভাগের চেম্বার জজ বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী তা স্থগিত করেন। গতকাল রোববার আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে এ বিষয়ে শুনানি হলে হাইকোর্টের আদেশ বহাল রাখা হয়।