বাড়ছে রোগী, বাড়ছে ভোগান্তি। কক্সবাজার ২৫০ শয্যার সরকারী হাসপাতালে দিন দিন বাড়ছে ডায়েরিয়া রেগী। প্রতিদিনই ভর্তি হচ্ছে নতুন নতুন মহিলা, পুরুষ,শিশু সহ সব বয়সি রোগী।তবে শিশুর সংখ্যা তুলনামূলকভাবে বেশি।
সরেজমিনে গিয়ে দেখা গেল, ডায়রিয়া ওয়ার্ডে ২০ টি শয্যা থাকলেও ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে ৪৯ জন রোগী। তারমধ্যে শিশুর সংখ্যা ৪৭ এবং বয়স্ক ২ জন। আরো লক্ষ করা গেলোযে , শিশুরা কান্না করছে আর মায়েরা কোলে নিয়ে শান্তনা দিচ্ছে। রোগীর জায়গা সংকোলন না হওয়ায় অনেকেই চিকিৎসা সেবা নিচ্ছে বারান্দায় ও মেঝেতে স্থান করে। এতে রোগীর আরো অবনতি হচ্ছে বলে অভিযোগ তুলে রোগী ও রেগীর অভিভাবকরা।
ডায়েরিয়া ওয়ার্ড়ের দায়িত্বরত এত নার্স থেকে জানতে পারলাম- গত কয়েকদিন ধরে এই ওয়ার্ড়ের রোগী হার একটু বাড়ছে তাই সবখানে রোগীর স্থান করে দিয়ার চেষ্টা করি।
রোগীর হার বাড়ার কারনে রিতিমতো হিমশিম খেতে হচ্ছে চিকিৎসা দিতে। তবে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি ভালো সেবা দিতে।