সদর হাসপাতালে ১৫ দিন ধরে ভ্যাকসিন নেই বিনামূল্যের ভ্যাকসিন কিনতে হচ্ছে ৬’শ ২০ টাকায়
ডেইলি কক্সবাজার ডেস্ক ::
আপডেট সময়
সোমবার, ২৯ ফেব্রুয়ারী, ২০১৬
২৫২
বার পড়া হয়েছে
গত ১৫ দিন ধব্রেুয়ারর ভ্যাকসিন নেই কক্সবাজার সদর হাসপাতালে। এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। বিনামূ.কে.ল্যে যে ভ্যাকসিন পাওয়ার কথা তা কিনতে হচ্ছে ৬’শ ২০ টাকায়।
সরেজমিনে সদরথি ছি হাসপাতাল পরিদর্শন করে দেখা গেছে। বিনামূল্যে ভ্যাকসিন না পেয়ে হতাশ হচ্ছে দরিদ্র রোগীরা। এক জনের গ্রুপ করে ৬’শ ২০ টাকায় কিনছে । আবার কেউ গ্রুপ না পেয়ে একাই কিনছে ৬’শ ২০ টাকায়। টাক বাফা না থাকায় অনেক দরিদ্র রোগী ভ্যাকসিন না দিয়েই বাড়ি ফিরে যাচ্ছে।
নাজিরারটেক মোাদেশস্তাক পাড়া থেকে ২ বছরের শিশুপুত্রকে ভ্যাকসিন দিতে এসেছিলেন রেনু বেগম (৩০) তিনি বলেন “ ৫ দিন বান জআগে ১টি ভ্যাকসিন দিয়েছি। আবার আজকে আসলাম আরেকটি দিতে। ১ টি ভ্যাকসিনও ফ্রিতে পাচ্ছিনা। লন। ৪ জন করে গ্রুপ করে ১’শ ৫৫ টাকা দিয়ে মোট ৬’শ ২০ টাকা দিয়ে ভ্যাকসিন কিনতে হচ্ছে। যদি আর ৩ জন না পাই তবে একা ৬’শ ২০ টাকা খরচ করে ভ্যাকসিন কিনতে হচ্ছে। ”
দক্ষিণ রুমালিয়ার ছড়া থেকে ৮ বছরের শিশু কন্যাকে ভ্যাকসিন দিতে গিয়েছিলেন রহিম উল্লাহ। তিনি বলেন “গতকাল পাগল কুকুর মেয়েকে কামড়েছে। গতকাল ১ টি ভ্যাকসিন দিয়েছি। আজ আরেকটি দিতে আসলাম। বিনামূল্যে ভ্যাকসিন পাওয়ার কথা থাকলেও ভ্যাকসিন কিনতে হয়েছে ৯ ’শ ৬০ টাকা দিয়ে। ”
এ বিভাগের মেডির সদরকেল এসিস্টেন্ট ডা. সুমন বলেন “ ১৫ দিন ধরে হাসপাতালে ভ্যাকসিন নেই । রোগীদের অভিযোগ শুনতেভ্যাকি শুনতে ক্লান্ত হয়ে যাচ্ছি। আমার যতদূর করার দরকার করছি। উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছি। তারাকতার শিঘ্রী ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছেন।”
হাসপাতালের তন ধরেত্ত্বাবধায়ক রতন চৌধুরী বলেন “ঢাকাতেও ভ্যাকসিন সংকট দেখা দেয়াতে আমরা ভ্যাকসিন পাচ্ছিলামনা। ভ্যবনামূােকসিন খুব তাড়াতাড়ি এসে পৌঁছে যাবে। আশা করছি দু-একদিনের মধ্যে রোগীদের আমরা ভ্যাকসিন দিতে সদর পারবো।”