সপ্তম বর্ষে পদার্পণ করলো দর্শক নন্দিক বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল মাই টিভি। এ উপলক্ষে বৃহস্পতিবার রাত ১২টা ১ মিনিটে মাই টিভি ভবনে কেক কেটে বর্ণাঢ্য আনন্দ আয়োজনের সূচনা করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এ সময় মাই টিভি’র চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন সাথী ও বিভিন্ন বিভাগের উর্ধ্বতন কর্মকর্তা, সংবাদকর্মী ও কর্মচারীরা উপস্থিতি ছিলেন। মাই টিভি’র ৭ম বর্ষে পদাপর্ণে দেশের বিশিষ্টজনরা চ্যানেলটির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেছেন।সৃষ্টিতে বিস্ময়’ এই স্লোগানে ২০১০ সালের ১৫ এপ্রিল থেকে নিরবচ্ছিন্ন সম্প্রচার করে আসছে চ্যানেলটি। সর্বশেষ সংবাদ, নাটক, সিনেমা, ধর্মীয়, শিক্ষণীয়, জাতীয়-রাজনৈতিক টকশোসহ নানা বিনোদন ও সতেচনতামূলক অনুষ্ঠান সম্প্রচারের মাধ্যমে ইতোমধ্যেই মাই টিভি বিশ্বের ১৫৩ দেশের বাংলা ভাষাভাষী মানুষের কাছে নন্দিত হয়েছে।