আইসিসি আওতাভুক্ত সব দেশের অংশ গ্রহনে বাংলাদেশে আসন্ন অনুর্ধ্ব-১৯ যুব ক্রিকেট বিশ্বকাপ অনুষ্টিত হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি বস নাজমুল হাসান পাপন এমপি। এই জন্য বিশ্বকাপ আয়োজনে বাংলাদেশ পুরোপুরি প্রস্তুত রয়েছে বলে জানান। সোমবার দুপুরে কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট ষ্টেডিয়াম ভেন্যু পরিদর্শণে এসে তিনি এসব কথা বলেন।
বিসিবি বস অষ্ট্রেলিয়া যুব ক্রিকেট দল বাংলাদেশে না আসার ঘোষনায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, বিসিবি খেলা চলাকালীন সময় ষ্টেডিয়াম এবং খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করতে পুরোপুরি সক্ষম। তাতে কেউ অমুলক আতংকে ভোগলে কারো কিছু করার নাই।
তিনি আরো বলেন, কক্সবাজার ষ্টেডিয়াম অন্যান্য ভেন্যুর চেয়ে আলাদা আবহ তৈরী করবে খেলোয়াড়দের। সেই জন্য ষ্টেডিয়ামের প্রস্তুতি দেখেও তিনি সন্তুষ্টি প্রকাশ করেন। এর আগে বিসিবি প্রেসিডেন্ট কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট ষ্টেডিয়ামের প্রস্তুতি কাজের অগ্রগতি দেখেন তার সহ কর্মকর্তাদের নিয়ে। পাপন আশা করেন আগামী ১০/১৫ দিনের মধ্যে কক্সবাজার ষ্টেডিয়াম বিশ্বকাপ টুর্ণামেন্ট আয়োজন উপযোগি হয়ে উঠবে বলে আশা করেন।
আগামী ১৯ জানুয়ারী অনুষ্টিতব্য অনুর্ধ্ব বিশ্বকাপের ১৮ টি ম্যাচ হবে শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট ষ্টেডিয়ামে।