1. arif.arman@gmail.com : Daily Coxsbazar : Daily Coxsbazar
  2. dailycoxsbazar@gmail.com : ডেইলি কক্সবাজার :
  3. litonsaikat@gmail.com : ডেইলি কক্সবাজার :
  4. shakil.cox@gmail.com : ডেইলি কক্সবাজার :
  5. info@dailycoxsbazar.com : ডেইলি কক্সবাজার : Daily ডেইলি কক্সবাজার
জন্মলগ্ন থেকেই কখনো আদর্শচ্যুত হয়নি দৈনিক হিমছড়ি - প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় বক্তারা - Daily Cox's Bazar News
শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ০৯:০৫ অপরাহ্ন
নোটিশ ::
ডেইলি কক্সবাজারে আপনার স্বাগতম। প্রতি মূহুর্তের খবর পেতে আমাদের সাথে থাকুন।
সংবাদ শিরোনাম ::
কট্টরপন্থী ইসলামী দল হেফাজতে ইসলাম বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ: এসএডিএফ কক্সবাজারের আট তরুণ তরুণীকে ‘অদম্য তারূণ্য’ সম্মাননা জানাবে ঢাকাস্থ কক্সবাজার সমিতি Job opportunity বিশ্বের সবচেয়ে বড় আয়না, নাকি স্বপ্নের দেশ! আল-আকসা মসজিদে ইহুদিদের প্রার্থনা বন্ধের আহ্বান আরব লীগের পেকুয়ায় পুলিশের অভিযানে ৮০ হাজার টাকার জাল নোটসহ গ্রেফতার-১ পেকুয়ায় অস্ত্র নিয়ে ফেসবুকে ভাইরাল : অস্ত্রসহ আটক শীর্ষ সন্ত্রাসী লিটন টেকনাফে একটি পোপা মাছের দাম হাঁকাচ্ছেন সাড়ে ৭ লাখ টাকা ! কক্সবাজারের টেকনাফে র‍্যাবের অভিযানে ইয়াবাসহ আটক-১ নিউ ইয়র্কে মেয়র কার্যালয়ে শহীদ মিনার নির্মাণ নিয়ে কনসাল জেনারেলের আলোচনা

জন্মলগ্ন থেকেই কখনো আদর্শচ্যুত হয়নি দৈনিক হিমছড়ি – প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় বক্তারা

ডেইলি কক্সবাজার ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ৬ ফেব্রুয়ারী, ২০১৬
  • ২৯৪ বার পড়া হয়েছে

IMG_3783-640x328কক্সবাজারের অন্যতম প্রধান দৈনিক হিমছড়ি‘র প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় বক্তারা বলেছেন, জন্মলগ্ন থেকেই কখনোই আদর্শচ্যুত হয়নি দৈনিক হিমছড়ি। এ কারণে এ পত্রিকার গ্রহনযোগ্যতা ও চাহিদা দিন দিন বেড়ে চলেছে। বস্তুনিষ্ট সংবাদ প্রকাশ একটি পত্রিকাকে পাঠক নিজের মনে স্থান দেন। দৈনিক হিমছড়ি তাই করে যাচ্ছে।
সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, ২০ বছরে কক্সবাজারে পত্রিকার প্রসার অভাবনীয়। কিন্তু সে তুলনায় মান বাড়েনি। জেলা শহরের অধিকাংশ পত্রিকায় এখনো বানান ভুল দেখা যায় অহরহ। যা কখনো কাম্য নয়। সাংবাদিকরা নানা অপবাদে জর্জরিত। এই অপবাদ থেকে মুক্ত হওয়ার জন্য চেষ্টা করতে হবে।
কক্সবাজারের অন্যতম পাঠকপ্রিয় পত্রিকা দৈনিক হিমছড়ি ১৯ বছর পেরিয়ে ২০ বছরে পদার্পন উপলক্ষে বর্নাঢ্য আয়োজনে র‌্যালী, আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে পালিত হয়েছে।
৬ ফেব্রুয়ারী সকাল ১০ টায় হিমছড়ি কার্যালয় থেকে নবীন প্রবীণ সাংবাদিক, শুভাকাঙক্ষী, হকার, আগত অতিথিদের নিয়ে বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে কক্সবাজার প্রেসক্লাবে গিয়ে শেষ হয়। সেখানে গিয়ে এক আলোচনা সভা প্রেসক্লাবের সাবেক সভাপতি বদিউল আলমের সভাপতিত্বে ও পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক হাসানুর রশীদ এর স্বাগতে বক্তব্যের মধ্যে দিয়ে শুরু হয়। দৈনিক হিমছড়ির যুগ্নবার্তা সম্পাদক হুমায়ুন সিকদার অনুষ্ঠান পরিচালনা করেন।

র‌্যালী ও সভায় উপস্থিত এবং আলোচনায় অংশ নিয়ে হিমছড়িকে ধন্য করেছেন,  সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি মুহম্মদ নূরুল ইসলাম, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি ফজলুল কাদের চৌধুরী, দৈনিক হিমছড়ির প্রতিষ্ঠাতা সম্পাদক ও দৈনিক ইনকিলাবের কক্সবাজার ব্যুরো প্রধান শামসুল হক শারেক, সিনিয়র সাংবাদিক মমতাজ উদ্দিন বাহারী, পিটিআই অবসরপ্রাপ্ত সুপার রাজবিহারী চৌধুরী, দৈনিক হিমছড়ির পরিচালনা সম্পাদক ফজলুল্লাহ মো: হাসান, বাডর্স আই কলাম লেখক মাহফুজুল হক, সকালের কক্সবাজার সম্পাদক ফরহাদ ইকবাল , সাগর দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মোস্তফা সরওয়ার, মুক্তিযোদ্ধা সংসদের সহকারি কমান্ডার আয়ুব বাঙ্গালী, কক্সবাজার সাহিত্য একাডেমির সাধারন সম্পাদক রুহুল কাদের বাবুল, কক্সবাজার রিপোর্টার্স ইউনিটির সভাপতি রাসেল চৌধুরী, কক্সবাজার ভিশন সম্পাদক সৈকতের নির্বাহী সম্পাদক আনছার হোসেন, দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি সমুদ্রবার্তার নির্বাহি সম্পাদক মোহাম্মদ জুনাইদ, ব্যারিস্টার আবুল আলা ছিদ্দিকী, ইঞ্জিনিয়ার মোতাহেরুল হক, টিভি জার্নালিষ্ট এসোসিয়শনের সাধারন সম্পাদক শফি উল্লাহ শফি, সিটিএন এর সম্পাদক সমুদ্রধারা‘র ভারপ্রাপ্ত সম্পাদক সরওয়ার আলম, বর্নিক বার্তা জেলা প্রতিনিধি এম ইব্রাহিম খলিল মামুন, বাংলাদেশ প্রতিদিন এর কক্সবাজার প্রতিনিধি সাঈদ জালাল উদ্দিন, দৈনিক যায়যায়দিনের কক্সবাজার প্রতিনিধি জাবেদ আবেদীন শাহিন, সিটিএনের নির্বাহী সম্পাদক ইসলাম মাহমুদ, উখিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি এডভোকেট আবদুর রহিম, দৈনিক ইনানীর মফস্বল সম্পাদক ইমাম খাইর, সুপ্রভাতের জেলা প্রতিনিধি দীপন বিশ্বাস, দৈনন্দিন এর বার্তা প্রধান সায়ীদ আলমগীর, কক্সবাজার সাংবাদিক কোষ প্রণেতা আজাদ মনছুর, কক্সবাজার খবর ডটকম এর সম্পাদক ও প্রকাশক আনোয়ার হাসান চৌধুরী,  দৈনিক বাকঁখালী স্টাফ রিপোর্টার শাহেদ ইমরান মিজান ও মোহাম্মদ শফিক, দৈনিক দেশবিদেশের স্টাফ রিপোর্টার আবদুল আলীম মো: নোবেল, কক্সবাজার ম্যাসেজ ডটকম এর বার্তা প্রধান মোহাম্মদুর রহমান মাসুদ, কক্সবাজার আলো ডটকম এর প্রকাশক মোহাম্মদ শাহজাহান, ডেইলি কক্সবাজার ডটকম এর সম্পাদক ও প্রকাশক ছৈয়দ মোহাম্মদ শাকিল, কক্সবাজার কন্ঠের সম্পাদক ও প্রকাশক জসিম উদ্দিন ছিদ্দিকী, সকালের কক্সবাজারের স্টাফ রির্পোটার নুরুল আজিম নিহাদ, কক্সবাজার আলোর বার্তা সম্পাদক আমিনুল কবির, প্রিয় চট্টগ্রাম প্রতিনিধি আমান উল্লাহ, বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব সাংবাদিক জিয়াউল করিম, দৈনিক ইনানীর নুরুল হক চকোরী, কক্স-মিডিয়া অপারেটর এসোসিয়েশন এর সভাপতি বেলাল আহমদ, কক্সবাজার বাণীর রফিকুল ইসলাম সোহেল, আল আরাফাহ্্র বীমাবিদ আখতার আহমদ, নক্ষত্র ফ্যাশনের ফায়সাল উদ্দিন খোকা, কক্সবাজার পাসপোর্ট লিখক সমিতির সভাপতি আজিজুল হক, সাধারণ সম্পাদক মোরশেদ, ছৈয়দ উল্লাহ আজাদ, আজিজ, শহীদুল্লাহ।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সিনিয়র রির্পোটার কাইছারুল ইসলাম ও সৈয়দ আলম।
প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন, নিজস্ব প্রতিনিধি টেকনাফ হুমায়ুন রশিদ, উখিয়া প্রতিনিধি নুরুল হক, নিজস্ব প্রতিনিধি রামু আহমদ ছৈয়দ ফরমান, নিজস্ব প্রতিবেদক নাইক্ষ্যছড়ি আবুল বশর নয়ন, নিজস্ব প্রতিবেদক রামু ওবাইদুল হক নোমান, ঈদগাঁও প্রতিনিধি এইচএন আলম, চকরিয়া অফিস প্রধান আবদুল মজিদ, পেকুয়া প্রতিনিধি সাইফুল ইসলাম বাবুল, মহেশখালী প্রতিনিধি মোহাম্মদ তারেক, ঈদগড় প্রতিনিধি জাফর ইকবাল, বাইশারী প্রতিনিধি মফিজুর রহমান, দৈনিক হিমছড়ির অপারেটর ইনচার্জ আবু সুফিয়ান, কম্পিউটার অপারেটর ইমন বড়–য়া, আরমান, মেশিনম্যান বিল্টু, অফিস সহকারী বাবল ও এহসান।

শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2020 Dailycoxsbazar
Theme Customized BY Media Text Communications