তর্কে বিতর্কে, বিজ্ঞানের সাথে- এই শ্লোগানের সাথে কক্সবাজার জেলায় গতকাল শনিবার অনুষ্টিত হয়েছে বিএফএফ-সমকাল জাতীয় স্কুল বিজ্ঞান বিতর্ক প্রতিযোগিতা-২০১৬। এতে জেলা পর্যায়ে দ্বিতীয় বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। রানার্সআপ হয়েছে কক্সবাজার সরকারি বালক উচ্চ বিদ্যালয়। সেরা বক্তা হয়েছে একই স্কুলের দলনেতা শাফিন মোস্তফা।
কক্সবাজারের ঐতিহ্যবাহি শিক্ষা প্রতিষ্টান বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমি মিলনায়তনে শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবকদের বিপুল সমাবেশে আয়োজিত এই বিতর্ক অনুষ্ঠানে সঞ্চালক হিসাবে ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ কক্সবাজার সরকারি কলেজ এর অধ্যক্ষ ফজলুল করিম চৌধুরী। বিচারক হিসাবে ছিলেন উখিয়া ডিগ্রী কলেজের শিক্ষক অজিত কুমার দাশ, কক্সবাজার সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষক মোহাম্মদ কাসেম এবং রাদু বড়ুয়া।
বিতর্ক শেষে ফজলুল করিম চৌধুরী’র সভাপতিত্বে অনুষ্টিত পুরস্কার বিতরনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছির উদ্দিন, বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির প্রধান শিক্ষক ছৈয়দ করিম, সমকাল সুহৃদ সমাবেশ এর জেলা শাখার সভাপতি অধ্যাপক অজিত কুমার দাশ, সমকালের কক্সবাজার অফিস প্রধান আবু তাহের।
অনুষ্ঠানে বক্তারা বলেন- নানা প্রতিকুলতার কারণে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে বিজ্ঞান শিক্ষার হার আশংকাজনক হারে কমে যাচ্ছে। এই অবস্থায় সমকাল বিজ্ঞান বিষয়ে স্কুল বিতর্ক প্রতিযোগিতার যে আয়োজন করেছে তা সুফল বয়ে আনবে। বক্তারা বলেন বিজ্ঞান শিক্ষার জন্য সরকারি নীতিমালার পরিবর্তন আনতে হবে। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিজ্ঞান শিক্ষকের স্বল্পতা কমাতে হবে। অন্যদিকে শিক্ষকদের মন মানসিকতার পরিবর্তন ঘটাতে হবে।
প্রফেসর ফজলুল করিম চৌধুরী বলেন- মফস্বলের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিজ্ঞান শিক্ষার হার প্রায় শুণ্যের কোটায় নেমে আসার শংকা দেখা দিয়েছে। জাতির জন্য তা কোন ভাবেই মঙ্গলজনক নয়। এই অবস্থার উত্তরণ ঘটাতে সরকারকে এগিয়ে আসতে হবে।
বিতর্ক প্রতিযোগিতায় তুমুল প্রতিদ্বন্দিতা গড়ে প্রথম পর্ব থেকে বিদায় নেয় বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমি এবং কক্সবাজার কেজি এন্ড মডেল হাই স্কুল।