অনলাইন সংবাদমাধ্যমের নিবন্ধনের জন্য আবেদন ফরম ও প্রত্যয়নপত্র জমা দেওয়ার সময়সীমা ৩১ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে।
সোমবার (২৯ ফেব্রুয়ারি) সরকারি এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়।
এতে বলা হয়- অনলাইন সংবাদমাধ্যমের সংশ্লিষ্ট সাংবাদিকদের অনুরোধে অনলাইন নিউজ প্রকাশনার নিবন্ধন ফরম ও প্রত্যয়নপত্র জমা দেওয়ার সময়সীমা ৩১ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে।
মার্চের ৩১ তারিখ পর্যন্ত নিবন্ধন ফরম তথ্য অধিদফতরে জমা দেওয়া যাবে বলেও জানানো হয় এতে।
এর আগে নিবন্ধন ফরম ও প্রত্যয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ছিল ২৯ ফেব্রুয়ারি।