সম্মিলিত সাংস্কৃতিক জোট, কক্সবাজার জেলা শাখার উদ্যোগে আগামী ০৫ মার্চ শনিবার সকাল ১০টা থেকে হোটেল শৈবাল সংলগ্ন গলফ মাঠে দিনব্যাপী সাংস্কৃতিক কর্মীদের মিলনমেলা অনুষ্ঠিত হবে। কক্সবাজার জেলার সকল সাংস্কৃতিক কর্মীদের অংশগ্রহণে অনুষ্ঠিতব্য এ মিলনমেলায় অংশগ্রহণেচ্ছুদের নিবন্ধন করার জন্য ২০০/-(দুইশত) টাকা ফি নির্ধারণ করা হয়েছে।
নিবন্ধনসহ যে কোন প্রয়োজনে যোগাযোগ করতে খোরশেদ আলম মোবাইল নং-০১৭৯৪২২২৪৫৭ ও কল্যান পাল মোবাইলঃ ০১৮১৫৬৭২৮২০ নাম্বারে ০৩ মার্চের মধ্যে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে। গতকাল সন্ধ্যায় কক্সবাজার পাবলিক লাইব্রেরীর শহীদ দৌলত ময়দানে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় উপরোক্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন, সম্মিলিত সাংস্কৃতিক জোট কক্সবাজার জেলা শাখার সভাপতি সত্যপ্রিয় চৌধুরী দোলন, সাংস্কৃতিক জোটের নেতৃবৃন্দ যথাক্রমে মোঃ খোরশেদ আলম, কল্যাণ পাল, ওয়াহিদ মুরাদ সুমন, রিদুয়ান আলী, মনির মোবারক প্রমুখ।