সাগরপাড়ের সী-গাল হোটেল’র ৫ ডাষ্টবিন ও অবৈধ স্থাপনা উচ্ছেদ
ডেইলি কক্সবাজার ডেস্ক ::
আপডেট সময়
বৃহস্পতিবার, ৩০ জুন, ২০১৬
৩৬১
বার পড়া হয়েছে
সাগরপাড়ের তারকা মানের হোটেল সী গালস্টাফ করেসপন্ডেন্ট,ডেইলি কক্সবাজার ডটকম কম:কক্সবাজার সৈকত দখল করে অবৈধ ভাবে নির্মিত ৫টি ডাষ্টবিন ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ভ্রাম্যমান আদালত। সাগরপাড়ের হোটেল সী-গালের সামনে পর্যটকদের জন্য দেয়া এসব ডাষ্টবিন ও অস্থায়ী কিছু ঘেরা উচ্ছেদ করা হয়। এছাড়া সরকারী নির্দেশ অমান্য করার অভিযোগে ৪ জনকে ৫ দিন করে কারাদন্ড দেওয়া হয়।
বৃহস্পতিবার (৩০ জুন) কক্সবাজার সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাজহারুল ইসলাম ও কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মোজাম্মেল হক রাসেলের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত এ অভিযান পরিচালনা করা হয়। জানা গেছে, সাগড়পাড়ে নির্মিত তারকা হোটেল সী-গালের পক্ষ থেকে তাদের সামনে রাস্তার পাশে দেয়া হয়েছে অন্তত ১০টি ডাস্টবিন। সেই সাথে দেয়া হয়েছে বাঁশের অস্থায়ী ঘেরা। এসব ডাস্টবিন ও অবৈধ ঘেরা সৈকতের সৌন্দর্য হানি করে।তবে হোটেল সী-গালের নিবাহী প্রধান শেখ ইমরুল সিদ্দিকী রুমি দাবী করেন, সৈকতের সৌন্দর্য বৃদ্ধি ও ঝাউবাগান সুরক্ষা করতে অনেক টাকা বিনিয়োগ করা হয়েছে।এছাড়াও পর্যটক ও জনসাধারণের জন্য অন্তত ১০টি ডাস্টবিন দেয়া হয়েছে। কিন্তু বৃহস্পতিবারের অভিযানে এই ডাস্টবিনগুলো ভেঙ্গে দেয়া হয়েছে। তাই বিষয়টি জেলা প্রশাসককে অবহিত করা হয়েছে বলে জানান তিনি।জেলা প্রশাসন সুত্রে আরো জানা গেছে, কক্সবাজার শহরে সৈকত দখল করে অবৈধ ভাবে নির্মিত ৫টি স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। এসময় সরকারী নির্দেশ অমান্য করার অভিযোগে ৪ জনকে ৫ দিন করে কারাদন্ড দেওয়া হয়।