অসুস্থতার কারণে মামলার আসামি র্যাবের সাবেক কর্মকর্তা তারেক সাঈদকে হাজির না করায় সোমবার অভিযোগ গঠন হয়নি বলে জানান জেলার অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর কেএম ফজলুর রহমান।
২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাসহ ৭ জনকে অপহরণের পর হত্যার ঘটনায় তার স্ত্রী সেলিনা ইসলাম বিউটি ফতুল্লা থানায় একটি এবং আইনজীবী চন্দন সরকারের জামাতা বিজয় কুমার পাল আরেকটি মামলা দায়ের করেন।
অতিরিক্ত পিপি ফজলুর রহমান জানান, বেলা সাড়ে ১১টার দিকে নূর হোসেনসহ ২২ আসামিকে হাজির করা হলে তাদের আইনজীবীরা জামিন আবেদন করেন।
“দুপুরে শুনানি শেষে আদালত আসামিদের আবেদন নাকচ করেন। একই সঙ্গে দুই মামলায় অভিযোগ গঠনের জন্য আগামী ২৭ জানুয়ারি দিন ঠিক করেন।”
ওই দুটি মামলার তদন্ত শেষে প্রায় এক বছর পর নূর হোসেন, র্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ৩৫ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে।
তবে সেলিনা ইসলাম বিউটি তার দায়েরকৃত মামলার অভিযোগপত্র থেকে পাঁচ আসামিকে বাদ দেওয়ায় এবং প্রধান আসামি নূর হোসেনের জবানবন্দি ছাড়া অভিযোগপত্র দেওয়ায় তাতে না রাজি পিটিশন দাখিল করেন।
আবেদনটি প্রথমে বিচারিক হাকিম আদালত ও পরে জেলা ও দায়রা জজ আদালতে খারিজ হয়ে যায়। পরে উচ্চ আদালত ‘পুলিশ চাইলে মামলাটি অধিকতর তদন্ত’ করতে পারে এবং মামলাটিতে হত্যার ষড়যন্ত্র ও পরিকল্পনার ধারা যুক্ত করে বিচার করার জন্য জেলা ও দায়রা জজকে নির্দেশ দেয়।
এই মামলায় নূর হোসেন ও র্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ মোট ২৩ জন কারাগারে আটক রয়েছেন।