সানি লিওন যে ক্রিকেট টিম কিনেছেন, সে খবর পেয়েছেন নিশ্চয়ই। কিন্তু এটা জানেন কি ক্রিকেট টিমের মালকিন হয়ে তিনি স্পেশাল টিপস নিচ্ছেন মহেন্দ্র সিংহ ধোনির কাছ থেকে? শুনে অবাক হলেও এটাই সত্যি।
ধোনির সঙ্গে দেখা করে সাজেশন নিলেন ‘বেবি ডল’, নাকি ফোনেই করে নিলেন জরুরি পরামর্শ?
না! এর কোনোটাই নয়। ধোনির সঙ্গে ক্রিকেট নিয়ে কোনো কথাই হয়নি তাঁর। বরং ধোনির খেলা দেখেই যাবতীয় টিপস নিয়ে নিয়েছেন সানি। ‘চেন্নাই সোয়াগার্স’-এর নতুন মালকিন অন্তত এমনটাই জানিয়েছেন মিডিয়াকে।
বক্স ক্রিকেট লিগে একটা গোটা ক্রিকেট টিম কিনে ফেলেছেন সানি। ‘চেন্নাই সোয়েজার্স’ নামে ওই টিমে রয়েছেন মৌনী রায়, সংগ্রাম সিংহের মতো টেলিভিশনের এক ঝাঁক তারকা। ক্রিকেট টিমের মালকিন হয়ে তিনি জানিয়েছেন, ছোটবেলায় খেলাধুলো করতে খুব ভালবাসতেন। ক্রিকেট, ফুটবল তাঁর প্রিয় খেলা ছিল। এবার সেই ক্রিকেট টিমের মালকিন হতে পেরে তিনি খুবই খুশি।
চেন্নাই সোয়েজার্স টিমের মিউজিক ভিডিওতে দেখা যাবে খোদ মালকিনকে। শোনা যাচ্ছে, চেন্নাই সোয়েজার্সের খেলার সময় মাঠে উপস্থিত থেকে তিনি দলের সদস্যদের উত্সাহ দেবেন।