টেকনাফের সাবরাং ও শাহপরীরদ্বীপে নির্বাচনী সহিংস ঘটনায় নিহতের ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক। ২৪ মার্চ বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে কক্সবাজার জেলা প্রশাসক আলী হোসনের নেতৃত্বে একটি টিম সাবরাং ও শাহপরীরদ্বীপে নির্বাচন পরবর্তী সহিংস ঘটনায় নিহতের ঘটনাস্থল পরিদর্শন করেন। ওই সময় সাবরাং মুন্ডার ডেইল আল হোসাইনিয়া এবতেদায়ী মাদ্রাসা কেন্দ্র ও মন্ডলপাড়া সাবরাং মাদ্রাসার সামনের ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে শাহপরীরদ্বীপ মাঝরপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ঘটনাস্থলও পরিদর্শন করা হয়। এ সময় জেলা পুলিশ সুপার শ্যামল কুমার নাথ, টেকনাফ উপজেলা নির্বার্হী কর্মকর্তা মোহাম্মদ শফিউল আলম, ২ বর্ডার র্গাড ব্যাটলিয়ান অধিনায়ক লে: কর্ণেল মোঃ আবু জার আল জাহিদ, উপজেলা সহকারী কমিশনার ভুমি জাহিদ ইকবাল, টেকনাফ মডেল থানার অফিসার ইনর্চাজ আব্দুল মজিদ, উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রির্টানিং অফিসার মোঃ নূরুল ইসলাম উপস্থিত ছিলেন। এতে সাবরাং মুন্ডার ডেইল আল হোসাইনিয়া এবতেদায়ী মাদ্রাসা কেন্দ্রে প্রিসাইডিং অফিসার মোঃ নূর বশরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
এ সময় জেলা প্রশাসক নির্বাচিত চেয়ারম্যান নূর হোসেন ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গকে বলেন, উত্তেজিত না হয়ে শান্তিপূর্ন পরিবেশ বজায় রাখবেন। তবে এলাকার পরিবেশ শান্ত রাখতে আপনাদের ভুমিকা রাখার আহবান জানায়।