সালমানকে বিয়ের আল্টিমেটাম দিলেন তার পরিবার। সম্প্রতি তাকে এ আল্টিমেটাম দেয়া হয়েছে বলে জানা গেছে।
বলিউড সুপারস্টার সালমান খান এবং লুলিয়া ভান্টুরের সম্পর্ক নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছে।বহুবার বিশেষ পার্টিতে একসঙ্গে দেখা গেছে দুজনকে। তবে আজ পর্যন্ত লুলিয়ার সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খোলেননি সালমান। তবে এবার বোধহয় সে রীতি ভাঙতে হবে তাকে।
সম্প্রতি খবর পাওয়া গেছে, লুলিয়াকে বিয়ে করার সিদ্ধান্ত নেয়ার জন্য সালমানকে চূড়ান্ত বার্তা দিয়েছেন তার বাবা সেলিম ও মা সালমা খান। তারা বলেছেন‚ এপ্রিলের মধ্যেই লুলিয়াকে বিয়ে করতে হবে সালমানকে।