পর্দায় একসঙ্গে আবারো জুটি বাধতে যাচ্ছেন সালমান খান ও তার প্রাক্তন প্রেমিকা ক্যাটরিনা কাইফ। কবীর খানের ছবি ‘টিউবলাইট’ সিনেমায় তাদের এক সঙ্গে দেখা যেতে পারে।
এর আগে সর্বশেষ ‘এক থা টাইগার’ সিনেমায় এই দুইজনকে দেখা গিয়েছিল। জানা গেছে ‘টিউবলাইট’-এ প্রথমে সালমানের সঙ্গে কাজ করার কথা ছিল দীপিকা পাড়ুকোনের। কিন্তু পরে জানা গেল, বজরঙ্গী ভাইজান সিনেমার পরিচালক দীপিকাকে সরিয়ে সালমানের বিপরীতে সেই জায়গায় ক্যাটরিনা কাইফকেই বেছে নিয়েছেন। যদিও এ খবরের সত্যতা সম্পর্কে এখনো কিছু স্বীকার করেননি পরিচালক কবীর খান। তবে খবর যদি সত্যি হয় তাহলে সালমান-ক্যাট ভক্তরা খুব শিগগির আবার তাদের প্রিয় তারকাদের একসঙ্গে দেখতে পাবেন।