1. arif.arman@gmail.com : Daily Coxsbazar : Daily Coxsbazar
  2. dailycoxsbazar@gmail.com : ডেইলি কক্সবাজার :
  3. litonsaikat@gmail.com : ডেইলি কক্সবাজার :
  4. shakil.cox@gmail.com : ডেইলি কক্সবাজার :
  5. info@dailycoxsbazar.com : ডেইলি কক্সবাজার : Daily ডেইলি কক্সবাজার
সিঙ্গাপুরে বসেই বাংলাদেশে জঙ্গি হামলার পরিকল্পনা! - Daily Cox's Bazar News
বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ১০:০১ পূর্বাহ্ন
নোটিশ ::
ডেইলি কক্সবাজারে আপনার স্বাগতম। প্রতি মূহুর্তের খবর পেতে আমাদের সাথে থাকুন।
সংবাদ শিরোনাম ::
কট্টরপন্থী ইসলামী দল হেফাজতে ইসলাম বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ: এসএডিএফ কক্সবাজারের আট তরুণ তরুণীকে ‘অদম্য তারূণ্য’ সম্মাননা জানাবে ঢাকাস্থ কক্সবাজার সমিতি Job opportunity বিশ্বের সবচেয়ে বড় আয়না, নাকি স্বপ্নের দেশ! আল-আকসা মসজিদে ইহুদিদের প্রার্থনা বন্ধের আহ্বান আরব লীগের পেকুয়ায় পুলিশের অভিযানে ৮০ হাজার টাকার জাল নোটসহ গ্রেফতার-১ পেকুয়ায় অস্ত্র নিয়ে ফেসবুকে ভাইরাল : অস্ত্রসহ আটক শীর্ষ সন্ত্রাসী লিটন টেকনাফে একটি পোপা মাছের দাম হাঁকাচ্ছেন সাড়ে ৭ লাখ টাকা ! কক্সবাজারের টেকনাফে র‍্যাবের অভিযানে ইয়াবাসহ আটক-১ নিউ ইয়র্কে মেয়র কার্যালয়ে শহীদ মিনার নির্মাণ নিয়ে কনসাল জেনারেলের আলোচনা

সিঙ্গাপুরে বসেই বাংলাদেশে জঙ্গি হামলার পরিকল্পনা!

ডেইলি কক্সবাজার ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ২০ জানুয়ারী, ২০১৬
  • ৪০৫ বার পড়া হয়েছে

jongi pic singapurসিঙ্গাপুরে আটক ২৭ বাংলাদেশি নাগরিক জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য বলে বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন সিঙ্গাপুরে বাংলাদেশের রাষ্ট্রদূত মাহবুব উজ জামান। আটককৃতদের মধ্যে ২৬ জনকে বাংলাদেশে ফেরত পাঠানোর কথাও জানিয়েছেন তিনি। আর সিঙ্গাপুরের সংবাদমাধ্যম বলছে, তারা সেখানে বসে বাংলাদেশে হামলার পরিকল্পনা করছিলেন। তবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, তিনি এ ব্যাপারে কিছুই জানেন না।

সিঙ্গাপুরের সংবাদমাধ্যম স্ট্রেইট টাইমস এর খবরে বলা হয়, জঙ্গি সংগঠন আল-কায়েদা ও ইসলামিক স্টেটের (আইএস) অনুগত ২৭ বাংলাদেশিকে আটক করেছে সে দেশের পুলিশ। গত ১৬ নভেম্বর থেকে ১ ডিসেম্বরের মধ্যে তাদের আটক করা। ওই সংবাদমাধ্যমের দাবি, এদের মধ্যে ২৬ জন একটি চরমপন্থাভিত্তিক পাঠচক্র চালাতো। তারা নির্মাণশিল্পে কাজ করতেন। তাদের দেশে ফেরত পাঠানো হয়েছে।

আটককৃত অপরজন ওই পাঠচক্রের সদস্য না হলেও তার কাছে চরমপন্থায় জড়িত থাকার আলামত পাওয়া গেছে। তিনি অবৈধ অনুপ্রবেশের দায়ে সিঙ্গাপুরের কারাগারে রয়েছেন। সাজার মেয়াদ শেষ হলে তাকে দেশে ফেরত পাঠানো হবে।

নিউজ এশিয়ার খবরে বলা হয়েছে, ওই ২৬ বাংলাদেশি নিয়মিত সাপ্তাহিক ভিত্তিতে পাঠচক্র চালাতেন। সেখানে তারা চরমপন্থী ধারণা ও মতামত নিয়ে আলাপ-আলোচনা করতেন। এ সংক্রান্ত বিভিন্ন বইপত্রও বিনিময় করতেন তারা। সিঙ্গাপুরের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে নিউজ এশিয়ার খবরে বলা হয়, সদস্য সংখ্যা বাড়ানোর জন্য তারা সিঙ্গাপুরে থাকা বাংলাদেশি জাতীয়তার লোকজনকে প্রভাবিত করার চেষ্টাও করছিলেন।

সিঙ্গাপুরের তদন্ত সূত্রের বরাতে নিউজ এশিয়া জানিয়েছে, ওই ২৬ জনের অনেকেই মধ্যপ্রাচ্যে গিয়ে জেহাদি কর্মকাণ্ডে অংশ নেওয়ার স্বপ্ন দেখতেন। একইসঙ্গে তাদের ইচ্ছে ছিলো, বাংলাদেশে ফিরে এসে সরকারের বিরুদ্ধে সশস্ত্র জেহাদি কর্মকাণ্ডে অংশ নেয়া। সিঙ্গাপুরের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে নিউজ এশিয়া জানায়,  ইসলামিক দল ও নেতাদের ওপর বিভিন্ন পদক্ষেপের কারণে বাংলাদেশ সরকারের ওপর ক্ষোভও প্রকাশ করেন আটককৃতরা।

সিঙ্গাপুরের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির বরাতে স্ট্রেইট টাইমস জানিয়েছে, ইসলামিক গ্রুপটির সদস্যরা লুকিয়ে থাকার জন্য যথেষ্ট উদ্যোগ নিয়েছিলেন। কিন্তু সমর্থ হননি। ২৭ বাংলাদেশির অনেকে ধর্মের কারণে একটি বিশ্বাসের অনুসারী হওয়ার কথা স্বীকার করেছেন। তাদের কাছে বিভিন্ন জেহাদি সরঞ্জাম পাওয়া গেছে।

এদিকে সিঙ্গাপুরে বাংলাদেশের রাষ্ট্রদূত মাহবুব উজ জামান বাংলা ট্রিবিউনকে বলেন, গত ২৭ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত ওই দেশের বিভিন্ন স্থান থেকে বাংলাদেশিদের গ্রেফতার করা হয়। এর কয়েকদিন পর তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়। তিনি বলেন, ‘যতদূর জানা যায় তারা আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য। দেশে ফেরার পর এই ২৬ জনের মধ্যে ১৪ জনকে বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করছে। সিঙ্গাপুর কর্তৃপক্ষ আমাদের জানিয়েছেন, তারা সিঙ্গাপুরে কোনো নাশকতা চালানোর পরিকল্পনা করেননি। সেখানে থেকে বাংলাদেশে নাশকতা চালানোর পরিকল্পনা করছিলেন বলে সিঙ্গাপুর কর্তৃপক্ষ জানতে পেরেছেন।’

মাহবুব উজ জামান বাংলা ট্রিবিউনকে জানান, দীর্ঘদিন থেকে তারা নজরদারিতে ছিলেন। তারপর তাদের গ্রেফতার করা হয়। তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনী তদন্তের স্বার্থে এর বেশি কিছু আমাদের জানাননি। এছাড়া অপর এক  বাংলাদেশিকে একই কারণে গ্রেফতার করা হলেও সেখানকার একটি মামলায় সাজা হওয়ায় তাকে ফেরত পাঠানো হয়নি। সাজা শেষ হলে তাকেও বাংলাদেশে ফেরত পাঠানো হবে।’

তবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানা কামাল বলেছেন, ‘সবই তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জানার কথা নয়।’ তিনি জানিয়েছেন, এ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের কাছে কোন তথ্য নেই। এ বিষয়ে জানতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের শরণাপন্ন হতে বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। সূত্র: স্ট্রেইট টাইমস, নিউজ এশিয়া

শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2020 Dailycoxsbazar
Theme Customized BY Media Text Communications