ঢাকা: জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে সিঙ্গাপুর থেকে ফেরত পাঠানোর পর গ্রেফতারকৃত পাঁচ বাংলাদেশির সাতদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রিমান্ড মঞ্জুর করা পাঁচজন হলেন- মো. মিজানুর রহমান ওরফে গালিব হাসান (৩৮), মো. রাহা মিয়া পাইলট (২৯), মো. আলমগীর হোসেন (৩১), মো. তানজিমুল ইসলাম (২৪) এবং মো. মাসুদ রানা ওরফে সন্টু খান (৩১)।
বুধবার (০৪ মে) দুপুরে তাদেরকে ঢাকার সিএমএম আদালতে হাজির করে প্রত্যেকের দশদিনের রিমান্ডের আবেদন জানান মামলার তদন্তকারী কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক মুনসুর আলী আনিস। শুনানি শেষে সাতদিন করে রিমান্ড মঞ্জুর করেন অতিরিক্ত সিএমএম আলী মাসুদ শেখের আদালত।
মঙ্গলবার (০৩ মে) রাজধানীর বনশ্রী এলাকা থেকে তাদের গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম ও ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটি) ইউনিট। এ সময় তাদের কাছ থেকে উগ্রবাদী কাগজপত্রসহ বেশ কিছু বই উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে সিঙ্গাপুরে অবস্থানরত ১৩ জন বাংলাদেশিকে গ্রেফতার করে সে দেশের পুলিশ। এর মধ্যে পাঁচজনকে জিজ্ঞাসাবাদ শেষে ২৯ এপ্রিল বাংলাদেশে ফেরত পাঠানো হয়। দেশে ফেরত পাঠানোর পর থেকে আমরা তাদের ওপর নজরদারি করি। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে তাদের গ্রেফতার করা হয়।
সিঙ্গাপুর অভিযোগ করেছে- আসামিরা দেশটিতে অবস্থান করে জঙ্গি কর্মকাণ্ডের জন্য সদস্য সংগ্রহ করছিলেন। তাদের বিরুদ্ধে সিঙ্গাপুর থেকে দেওয়া অভিযোগ সম্পর্কে যাচাই-বাছাই করছে পুলিশ। প্রাথমিকভাবে জানা গেছে, তারা ২০০৭ থেকে ২০১৪ সালের মধ্যে সিঙ্গাপুরে দক্ষ ও অদক্ষ শ্রমিক হিসেবে যান। তাদের সবার কাছেই ওই দেশের ওয়ার্ক পারমিট ছিলো।
পুলিশের প্রাথমিক ধারণা, আসামিরা আনসার-আল ইসলাম সংগঠনের জন্য কর্মী সংগ্রহ করছিলেন। তবে সিঙ্গাপুর যাওয়ার আগে তারা কোনো জঙ্গি কর্মকাণ্ডে জড়িত ছিলেন না।