‘আমরা মানবতার কথা বলি’ শ্লোগানকে সঙ্গী করে পথচলা শুরু করা কক্সবাজারের ব্যতিক্রমধর্মী অনলাইন নিউজ পোর্টাল ‘সিটিএন ২৪ ডটকম’ দেখতে দেখতে তিনটি বছর পার করে এসেছে। নি:সংকোচে সত্য ও মানবতার কথা তুলে ধরে সাড়ানো এই পোর্টালটি আগামীকাল ২৪ ফেব্রুয়ারি গৌরবের তিন বছর পূর্ণ করে চার বছরে পা রাখতে যাচ্ছে। সিটিএন এর এই পথচলায় সামিল হয়েছেন অগণিত পাঠক, শুভান্যুধায়ী, সাংবাদিক, বিজ্ঞাপনদাতাসহ অসংখ্য সচেতন নাগরিক। তাদেরকে বর্ষপূর্তির শুভেচ্ছা জানিয়েছেন সিটিএন এর সম্পাদক ও প্রকাশক মো: সরওয়ার আলম।
সিটিএন এর ৪র্থ বছরে পদার্পণ উপলক্ষ্যে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠান সূচিতে রয়েছে সকাল ৮ টায় কোরআনখানি, ১০ টায় পৌরসভা চত্বর থেকে আনন্দ র্যালী, ১১ টায় কক্সবাজার প্রেসক্লাবে আলাচনা সভা, সন্ধ্যায় সিটিএন কার্যালয়ে কেক কাটা হবে। উন্নয়ন সাংবাদিকতার প্রত্যয়ে সিটিএন ঘরে বসে বিশ্বকে জানার মুক্ত জানালা। এ অগ্রযাত্রায় আপনার শুভকামনা সিটিএন পরিবারের।