সিরিয়ার উত্তরাঞ্চলীয় ইদলিব প্রদেশে বিদ্রোহীরা গুলি করে একটি রুশ হেলিকপ্টার ভূপাতিত করেছে। এতে হেলিকপ্টার আরোহী পাঁচ সেনা নিহত হয়েছেন।
রুশ সামরিক কর্তৃপক্ষ জানিয়েছে, এমআই-৮ নামের পরিবহন হেলিকপ্টারে তিন ক্রু ও দুজন কর্মকর্তাসহ পাঁচজন আরোহী ছিলেন।
এই পাঁচ সেনার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ক্রেমলিন মুখপাত্র দিমিত্র পেসকভ।
বার্তাসংস্থা ইন্টারফ্যাক্সকে প্রতিরক্ষা কর্তৃপক্ষ জানিয়েছে, হেলিকপ্টারটি সিরিয়ার আলেপ্পো শহরে মানবিক ত্রাণ সহায়তা দিয়ে সেখানকার রুশ বিমান ঘাঁটিতে ফিরছিল।
সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক ছবিতে দেখা যায়, মরুভূমিতে বিধ্বস্ত হওয়া হেলিকপ্টারটি থেকে ধোঁয়া উড়ছে। উৎসুক লোকজন সেটা ঘিরে রেখেছে। বিধ্বস্ত হেলিকপ্টার থেকে নিহতদের বের করে তাদের পরিচয়পত্র প্রদর্শন করা হচ্ছে।
উল্লেখ্য, সিরিয়ার স্বৈরশাসক বাশার আল আসদকে ক্ষমতায় টিকিয়ে রাখতে দেশটির বিদ্রোহীদের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে অংশ নিচ্ছে রুশ সেনাবাহিনী।