ডেইলি কক্সবাজার ডেস্ক :
সুইস ব্যাংকে বাংলাদেশীদের টাকার পরিমাণ দাঁড়িয়েছে ৪ হাজার ৪১৭ কোটি। আর এক বছরে তা বেড়েছে ৩৫৯ কোটি টাকায়।কালো টাকা পাচারে সরকারের ব্যর্থতার কারণেই সুইস ব্যাংকে বাংলাদেশীদের টাকার পরিমাণ দিন দিন বেড়েই চলেছে।
সুইস ন্যাশানাল ব্যাংকের কেন্দ্রীয় ব্যাংকিং অথোরিটির ২০১৫ সালের রিপোর্ট জানিয়েছে সুইজারল্যান্ডে বিভিন্ন ব্যাংকে বাংলাদেশীদের টাকার পরিমান ৪ হাজার ৪১৭ কোটি টাকা।
অপরদিকে সুইস ব্যাংকে ভারতীয়দের গচ্ছিত টাকার অংকের রেকর্ড পতন ঘটেছে৷ প্রায় এক তৃতীয়াংশ কমে গিয়ে দাড়িয়েছে ১.২ বিলয়ন ফ্রাঁ যা ভারতীয় টাকায় ৮৩৯২ কোটি টাকা৷ সম্পতি ভারতে টাকা পাচারে কড়াকড়ির কারনে ভারতীয়দের গচ্ছিত অর্থ ৫৯৬.৪২ মিলিয়ন ফ্রাঁ কমে ১২১৭.৬ মিলিয়ন ফ্রাঁ হয়েছে ৷
১৯৯৭ সালে পর থেকে এই তথ্য প্রকাশ পাওয়ার পর থেকে এটি সর্বনিম্ন অংক ৷
প্রসঙ্গত ২০০৬ সালে এই অংকটি সর্বোচ্চ হয়েছিল সেবার সুইস ব্যাংকে ভারতীয়দের গচ্ছিত অর্থ দাঁড়িয়েছিল ৬.৫ বিলিয়ন ফ্রাঁ (২৩,০০০কোটি টাকা)৷
প্রসঙ্গত এই টাকার অংক কমতে মূলত দেখা গিয়েছে ২০১১ সাল থেকে ৷