ঢাকা: সুন্দরবনে এখন মাত্র ১০৬টি বাঘ আছে বলে জানিয়েছেন প্রধান বন সংরক্ষক মো. ইউনুস আলী। বুধবার বেলা ১১টায় রাজধানীর কাওরানবাজারে একটি পত্রিকা অফিসের অডিটোরিয়ামে আয়োজিত সংবাদ সম্মলনে এ তথ্য জানান তিনি।
প্রধান বন সংরক্ষক জানান, বিশ্বজুড়ে বাঘের সংখ্যা হ্রাস পেয়েছে। বিশ্বে মাত্র তিন হাজার দুইশ বাঘ রয়েছে। এর মধ্যে বাংলাদেশে আছে ১০৬টি।
তিনি বলেন, “আমরা টাইগার অ্যাকশন প্ল্যান বাস্তবায়নে কাজ করছি। জনগণের উদ্দেশে আমি বলতে চাই, বাঘ আমাদের বনের প্রহরী, তাকে মারবেন না।”
ইউএসএইড এর পক্ষ থেকে জানা যায়, বনভূমি ধ্বংস, অবৈধ বন্যপ্রাণী শিকারসহ নানাবিধ কারণে সুন্দরবনে বাঘের সংখ্যা কমে ১০৬টিতে দাঁড়িয়েছে। এ বিষয়ে জনসচেতনতা তৈরিতে জাতীয় পর্যায়ে জনসচেতনতা কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের অংশ হিসেবে টাইগার ক্যারাভ্যান নামক উচ্চ প্রযুক্তি সম্পন্ন একটি বাস বিভিন্ন স্থানে সুন্দরবন ও বাঘ বিষয়ক প্রদর্শনীতে অংশ নেবে।
বন বিভাগের খুলনা সার্কেলের বন সংরক্ষক জহির উদ্দিন আহমেদ বলেন, “বাঘ-মানুষের দ্বন্দ্ব নতুন কিছু নয়। আর সেই দ্বন্দ্ব নিরসনে ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে। বাঘের হামলায় কোনো মানুষ নিহত হলে একলাখ টাকা ও আহত হলে ৫০ হাজার টাকা দেওয়া হচ্ছে। এরই মধ্যে আমরা প্রায় ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ ক্ষতিগ্রস্তদের মধ্যে বিতরণ করেছি।”
সেমিনারে আরো উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের সভাপতি অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম।