স্প্যানিশ লা লিগায় উরুগুয়ে তারকা লুইস সুয়ারেজের হ্যাটট্রিকে বড় ব্যবধানে জয় পেয়েছে বার্সেলোনা। রোববার রাতে ঘরের মাঠ ন্যু ক্যাম্পে লুইস এনরিখের শিষ্যরা ৬-১ ব্যবধানে সেল্টা ভিগোকে হারায়।
সুয়ারেজ ছাড়া বাকি তিনটি গোল করেছেন লিওলেন মেসি, নেইমার ও ইভান রাকিটিচ। সেল্টার পক্ষে একটি গোল পরিশোধ করেন সুইডেন স্ট্রাইকার জন গুইডেত্তি।
এ জয়ে বার্সোলোনা টানা ২৯ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড সামনে এগিয়ে নিল। একই সঙ্গে তারা লিগে পয়েন্ট তালিকারও শীর্ষে অবস্থান করছে।
এক ম্যাচ কম খেলে বার্সার পয়েন্ট ৫৭। ২৪ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অ্যাতলেটিকো মাদ্রিদ। আর রিয়াল মাদ্রিদ ৫৩ পয়েন্ট নিয়ে রয়েছে তৃতীয় অবস্থানে।
খেলার ২৮ মিনিটে দলকে এগিয়ে নেন মেসি। দারুণ ফ্রি-কিক থেকে গোল করেন এই ফুটবল জাদুকর। তবে ৩৯ মিনিটে জন গুইডেত্তি গোল করলে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দেয় সেল্টা। কিন্তু দ্বিতীয়ার্ধে বার্সার আক্রমণ ত্রয়ী মেসি-সুয়ারেজ ও নেইমার সফরকারীদের গুড়িয়ে ৫ গোল তুলে নেন।
৫৯, ৭৫ ও ৮১ মিনিটে গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন সুয়ারেজ। এর মধ্যে হ্যাটট্রিকের গোলটি আসে যৌথ প্রচেষ্টায়। মেসি সরাসরি পেনাল্টি শট না নিয়ে ডান প্রান্তে দাঁড়ানো সুয়ারেজকে দেন, সেটি জালে জড়াতে একদম ভুল করেননি উরুগুয়ের স্ট্রাইকার।
এরপর ৮৪ মিনিটে ব্যবধান ৫-১ করেন ইভান রাকিচিট। আর অতিরিক্ত সময়ে সেল্টা ভিগোর কপালে শেষ পেরেক ঠুকে দেন ব্রাজিল অধিনায়ক নেইমার।